Rubel Das-Dadagiri: রুবেলের মা লোকের বাড়ি কাজ করতো, সৃজনের চোখে জল! মা-ছেলের হার না মানা লড়াই জানুন

।। প্রথম কলকাতা ।।

Rubel Das-Dadagiri: লোকের বাড়িতে কাজ করে রুবেলকে বড় করেছে মা। ছোটবেলাটা ছিল ভীষণ কষ্টের অভাবী সংসারে দুবেলা খাবার জোগাড় করাটাই ছিল বড় চ্যালেঞ্জ। সেখান থেকে মুম্বই যাওয়া ডান্স বাংলা ডান্স -র উইনার নিম ফুলের মধুর সৃজন। ছেলেবেলার দিনগুলোতে মাকে নিয়ে কতটা কষ্ট করতে হয়েছে? জীবনের সেই অন্ধকার গল্প বলতে গিয়ে কেঁদে ফেললেন রুবেল। হ্যাঁ এভাবেও ফিরে আসা যায়। নিজের প্রতিভার জোরে রুবেলের আজ এতো নামডাক। কিন্তু ছোটর্দার ঝকঝকে জীবন যে সবসময় সকলের গল্প হয় না। তা আরও একবার প্রমাণ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রুবেল দাস। মধ্যবিত্ত পরিবারে জন্ম। সব ভালোই চলছিল। কিন্তু বাবা যে কারখানায় কাজ করতেন তা হঠাৎই বন্ধ হয়ে যায়। একা হাতে কীভাবে দুই ছেলেকে বড় করলেন রুবেলের মা?

বাবাকে হারায় দুই ছেলে সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন। রুবেলের মা কৃষ্ণা দাস, দুই ছেলেকে মানুষ যে করতেই হবে খরচ চালাতে কখনও লোকের বাড়ি রান্নার কাজ করেছেন, কখনও আয়ার কাজ। রুবেলের ডান্সার হওয়ার শখ ছিল একসময় জিতে নেন ডান্স বংলা ডান্স তারপরেই কি সব কষ্ট শেষ? একেবারেই নয় এর পরেই শুরু হয় আসল লড়াই। মুখ বুজে সবটা নিজে সামলেছেন তাঁর মা। রুবেলের ইচ্ছে ছিল মুম্বই যাবেন। মুম্বইতে নিজেকে প্রতিষ্ঠিত করবেন নৃত্যশিল্পী হিসেবে। কিন্তু টাকা কোথায়? ঝাঁ চকচকে বাণিজ্য নগরীতে থাকা খাওয়ার অনেক খরচ। রুবেলের তখন কোনও উপার্জনন নেই। কী খাবেন! কোথায় থাকবেন! তখনও মা-ই সহায় মুম্বইতে অনেক খরচ কিন্তু ছেলের স্বপ্নপূরণ যে করতেই হবে। লোকের বাড়ি রান্না করতেন কিন্তু আরও রোজগারের প্রয়োজন বাড়িতে বাড়িতে আয়ার কাজ শুরু করেন। রুবেলকে প্রতিষ্ঠিত করতে মায়ের এই লড়াইের কাহিনী বলতে গিয়েই কেঁদে ফেলেন নিজেই।

দাদাগিরির মঞ্চে মাকে পাশে নিয়ে নিম ফুলের মধুর সৃজন বলেন, সব মায়েদেরই বলিদান থাকে আমার মা একটু বেশিই করেছে। যেই সময় বাবার পাশে থাকার কথা ছিল তখন পাইনি। এখন রুবেল ও তাঁর কোনও কষ্ট নেই তাঁর মায়ের গর্ব ছেলেকে এখন পশ্চিমবাংলার সকলে চেনেন। কৃষ্ঞা দাসকে এখন সকলে ডাকেন রুবেলের মা বলেই। একজন মায়ের কাছে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে। রুবেলের ছোট পর্দায় প্রথম কাজ ভানুমতীর খেল। এরপর কাজ করেন বাঘ বন্দী খেলা-তে। তবে যমুনা ঢাকি সিরিয়াল রুবেকে খ্যাতির উপরের তালিকায় নিয়ে যায়। শ্বেতার সাথে প্রেমের কথাও কারোর অজানা নয়।

এখন নিমফুলের মধুতে সৃজন পর্ণার জুটি সকলের মুখে মুখে। কদিন আগে নিম ফুলের মধু-র শ্যুটিং করার সময়তে পায়ে পেয়েছিলেন গুরুতর চোট। ভেঙে গিয়েছিল দু পায়ের গোড়ালি। তবে সেইসব বাধা কাটিয়ে গত মাসেই ফিরেছেন সেটে। জি বাংলায় সম্প্রতি দাদাগিরির বিশেষ পর্বে এসেছিল স্বপরিবারে নিমফুলের মধু। সেখানেই রুবেলের জন্য একটি সারপ্রাইজ ভিডিয়ো চালান সৌরভ। যেখানে দেখা মেলে রুবেলের মাকে। এরপর তাঁকে সেটেও আনা হয়। অভিনেতার জীবনের কঠিন অধ্যায়ের সেই গল্প শুধু রুবেল নয়, চোখ ভিজিয়ে দেয় সেটে উপস্থিত অনেকেরই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version