FIFA World Cup 2022: কাভানি-সুয়ারেজদের রুখতে অস্ত্রে শান দিচ্ছে রোনাল্ডোর পর্তুগাল

।। প্রথম কলকাতা ।।

প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে রোনাল্ডোর পর্তুগাল। দ্বিতীয় ম্যাচে তাদের সামনে লুইস সুয়ারেজের উরুগুয়ে। এই ম্যাচে জয় পেলেই শেষ ষোলোর টিকিট আদায় করে নেবে পর্তুগাল। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ড্র করে উরুগুয়ে। তাই নক-আউটে পৌঁছাতে গেলে পর্তুগালের জয় ছাড়া অন্য কোন উপায় নেই ল্যাটিন আমেরিকার দেশটির।

 

তবে উরুগুয়ের ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে রোনাল্ডোর পর্তুগাল। অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো পেরেইরা চোটের জন্য এই ম্যাচে নামতে পারবেন না। যা বড় চিন্তার বিষয় পর্তুগিজ শিবিরে। তবে কোচ ফার্নান্দো সান্তোস অভিজ্ঞ পেপেকে নামাতে চান। কিন্তু বয়স্ক পেপে দানিলোর জায়গা নিতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে পর্তুগিজ সমর্থকরা যার হাত ধরে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে সেই রোনাল্ডো কিন্তু রয়েছেন খোশমেজাজেই। সংবাদমাধ্যমের থেকে দূরে থাকতে নির্জনে প্রস্তুতি সারলেন পর্তুগিজ সুপারস্টার। দোহা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আল শাহানিয়া স্পোর্টিং ক্লাবে প্রস্তুতিতে মগ্ন রোনাল্ডো।

 

নিজেকে আরও প্রস্তুত করতে, নিজেকে ফিট রাখতে তিনি সদা তৎপর। চল্লিশের দোরগোড়ায় দাঁড়িয়েও বিরামহীন চেষ্টা চালাচ্ছেন নিজেকে ফিট রাখতে। বিশ্বজয়ের ফেভারিটের তালিকায় না থাকলেও পর্তুগিজ সমর্থকরা রোনাল্ডোকে নিয়ে স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নের বাস্তবায়নে নিজের শেষ বিশ্বকাপে রাঙাতে চাইছেন বিশ্বকাপের মঞ্চ। বিশ্বকাপের আগেই ক্লাবের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্পর্ক ছিন্ন হয়েছে প্রিয় ক্লাবের সঙ্গে। অন্য কেউ হলে হয়তো ফোকাস নড়ে যেত। কিন্তু তিনি যে অন্য ধাতুতে গড়া। বিশ্ব জয় করাই এখন তাঁর একমাত্র লক্ষ্য।

 

তবে পর্তুগালের চিন্তায় রয়েছে তাঁদের রক্ষণ। ঘানার বিরুদ্ধে জয় পেলেও হজম করতে হয়েছে দুই গোল। তাই রক্ষণেই বেশি জোর দিচ্ছেন পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। শুধু রক্ষণ না মাঝমাঠেও জোর দিয়েছেন কোচ। কারণ উরুগুয়ে দলে রয়েছে এডিনসন কাভানি ও লুইস সুয়ারেজের মতো তারকারা। যদিও পর্তুগাল দলেও রয়েছে প্রতিভার ছড়াছড়ি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফার্নান্দেজ, বার্নাড সিলভা জোয়াও ফেলিক্সয়ের মতো তারকারা। এই ম্যাচ যথেষ্ট টানটান উত্তেজনাপূর্ণ হতে চলেছে তা বলাই যায়।

Exit mobile version