FIFA World Cup 2022: প্রথম একাদশে সুযোগ হচ্ছে না রোনাল্ডোর, কোচের বিশ্বস্ত সৈনিক কী তবে বিরাগভাজন হলেন?

।। প্রথম কলকাতা ।।

 

বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হতে চলেছে রোনাল্ডোর পর্তুগাল। যে মরক্কো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে বিদায় করে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নিয়েছে। সেই মরক্কোর বিরুদ্ধে লড়াইটা যে কঠিন তা ভালো মতোই জানেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। মরক্কোর জমাট রক্ষণ ভেঙে গোল তুলে নিতে চাইবেন পর্তুগিজ কোচ।

 

তবে পর্তুগালের ছবিটা যেন বদলে গিয়েছে। পর্তুগিজদের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জায়গা হচ্ছে না প্রথম একাদশে। ভাবা যায়! পাঁচবারের বর্ষসেরা ফুটবলার, ক্লাব ফুটবলে ভুরি ভুরি শিরোপা জয়, পর্তুগালকে ২০১৬ ইউরো কাপ চ্যাম্পিয়ন থেকে ২০১৯ সালে উয়েফা নেশন্স লিগ জয় করা রোনাল্ডো বেঞ্চে বসে ছটফট করছেন মাঠে নামার জন্য। নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন কোচের সবুজ সংকেতের অপেক্ষায়। তৃষ্ণার্ত চাতকের মতো প্রহর গুনছেন অপেক্ষার। পর্তুগালের ইতিহাসে এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি। শেষ বিশ্বকাপের চিত্রটা কী এমন ভাবেই আঁকা থাকবে রোনাল্ডোর।

 

প্রায় একদশকের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি দেশের জার্সিতে আলো ছড়াচ্ছেন। বিদায় নিলেও নেইমার নিজের জাত চিনিয়ে গেছেন। এমবাপের ক্ষিপ্রতা মুগ্ধ করেছে বিশ্বফুটবলকে। সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একরাশ হতাশা নিয়ে কাটাচ্ছেন বেঞ্চে বসে। তবে ৩৭-র রোনাল্ডো এখনও যে ব্যবধান গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন তা ভালোই জানেন ফার্নান্দো সান্তোস। সেই কারণেই হয়তো ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পর্তুগিজ সুপারস্টারের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান। কিন্তু পর্তুগালের প্রথম একাদশে না থাকাটা যে মানতে পারছেন না রোনাল্ডো। তীব্র গোলের খিদে যে তাড়া করে বেড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল স্কোরারকে।

 

তবে প্রথম একাদশ থেকে বাদ পড়ার কারণ হিসেবে অনেকেই বলছেন কোচের সঙ্গে মনোমালিন্য। তবে আদতে কি তাই? পর্তুগিজ কোচ অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন। কোচের সঙ্গে মনোমালিন্যে এইভাবেই ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটে বসে কাটাতে হয়েছে রোনাল্ডোকে। একটি সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করে ক্লাবের বিরাগভাজন হয়েছেন তিনি। ছাড়তে হয়েছে প্রিয় ওল্ড ট্রাফোর্ড। যেখানে তারকা থেকে মহাতারকা হওয়ার গল্প লিখেছিলেন রোনাল্ডো।

 

অনেকেই বলছেন বয়সের ছাপ পড়েছে রোনাল্ডোর খেলায়। গ্রুপ পর্যায়ে তিন ম্যাচেই প্রথম একাদশে ছিলেন রোনাল্ডো। কিন্তু চেনা ছন্দে দেখা যায়নি রোনাল্ডোকে। সেই ক্ষিপ্রতা, সেই গোলের খিদে দেখা যায়নি রোনাল্ডোর খেলায়। জ্বলে ওঠার চেষ্টা করেছেন বটে, কিন্তু বারবারই সুর কেটেছে ছন্দের। শেষ ষোলোর ম্যাচে রোনাল্ডোর বদলি হিসেবে নামা গনসালো রামোস করে গিয়েছেন হ্যাটট্রিক। বিশ্ব ফুটবলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে রোনাল্ডোর জায়গা কেড়ে নিলেন রামোস। তবে তিনি যে রোনাল্ডো। একটা সুযোগেই বদলে দিতে পারেন ম্যাচের রঙ। আজ মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালে ওঠার ম্যাচে কোচের বিশ্বস্ত সৈনিক হিসেবে প্রথম একাদশে রোনাল্ডো সুযোগ পান কিনা সেটাই দেখার। বিশ্ব ফুটবলও যে অপেক্ষায় আছে তাঁর পায়ের জাদুতে মোহিত হতে।

Exit mobile version