IPL: মাঝপথেই আইপিএল ছাড়ছেন রোহিত, বিরাট! মাথায় হাত ভক্তদের

।। প্রথম কলকাতা ।।

 

IPL: টি-২০ বিশ্বকাপের আগেই বড় ঝটকা মুম্বাই এবং বেঙ্গালুরু শিবিরে। মাঝপথেই আইপিএল ছাড়ছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা! ২১ মে চূড়ান্ত হবে সিদ্ধান্ত, তার আগে মাথায় হাত ভক্তদের। ওদিকে পোয়াবারো কলকাতা নাইট রাইডার্সের। শুনতে অবাক লাগলেও, ক্রিকেট মহলের গুঞ্জন এমনটাই। কী এমন হল যে, মাঝপথেই আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিলেন দুই ব্যাটার?

 

ক্রিকেটমহলে জোর জল্পনা। মাঝপথেই আইপিএল ছাড়বেন বিরাট কোহলি। গুটি গুটি পায়ে তাকে অনুসরণ করছেন রোহিত শর্মাও। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শোনা যাচ্ছে, টুর্নামেন্ট অসম্পূর্ণ রেখেই মাঠ ছাড়বেন দুই দাপুটে ব্যাটার। প্রকাশ্যে এল চাঞ্চল্যকর খবর। দুই দলের দুই স্তম্ভ মাঝপথে দল ছেড়ে দিলে বাকিদের কী হবে? একথা বলাই বাহুল্য যে, মুম্বাই এবং বেঙ্গালুরু দুই শিবিরেই জোর ঝটকা লাগতে চলেছে। কিন্তু প্রশ্ন হল, কেন এমন সিদ্ধান্ত রান মেশিন এবং হিটম্যানের?

 

খবর সামনে আসার পর থেকে অনেকেই হয়ত ভাবছেন যে, অভ্যন্তরীণ কোন্দলের জেরেই হয়ত আইপিএল ছাড়ছেন বিরাট এবং রোহিত। কেউ কেউ তো মনে মনে হার্দিকের নামে শাপ শাপান্তও করতে শুরু করে দিয়েছেন। ভাবছেন, তার জন্যই বুঝি মাঠ ছাড়লেন রোহিত! নাহ্, এমনটা নয়। সম্পূর্ণ ভিন্ন কারণেই আইপিএল ছাড়ছেন এই দুই তারকা।

 

আসলে আইপিএল-র মাঝেই বেজে গেছে টি-২০ বিশ্বকাপের দামামা। কোটিপতি লিগ শেষ হওয়ার মাত্র ৬দিন পরেই শুরু হবে বিশ্বকাপ। ইতিমধ্যেই হয়ে গেছে দল ঘোষণাও। আর এবার খবর মিলেছে, ভারতীয় দলের বেশিরভাগ তারকাই আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেবে ২১ মে। অর্থাৎ লিগ পর্ব শেষ হওয়ার ঠিক একদিন পরেই। আর সেই তালিকায় রয়েছে বিরাট এবং রোহিতের নাম।

 

মূলত আমেরিকার আবহাওয়ার সঙ্গে একটু আগেভাগেই মানিয়ে নিতে চাইছেন ভারতীয় তারকারা। এমন আবহে দলের সাথে বিরাট এবং রোহিতের মত অভিজ্ঞ তারকাদের থাকাটা জরুরি বলে মনে করছে BCCI। এখন প্রশ্ন উঠবে, তাহলে MI এবং RCB-র কী হবে?

 

জানিয়ে দিই, কেবলমাত্র সেইসব দলকেই আমেরিকা পাঠানো হচ্ছে যাদের প্লে অফে যাওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে। স্কোরবোর্ডের দিকে তাকালেই দেখতে পাবেন যে, আরসিবির প্লে-অফে ওঠার সম্ভাবনা কম। অন্যদিকে মুম্বাইয়ের অবস্থাও তথৈবচ। মূলত এই কারণেই বিরাট এবং রোহিতকে আগেভাগেই আমেরিকা পাঠাচ্ছে BCCI। তবে এতে বেশ লাভ হয়েছে কলকাতার। এক তো তারা এখন পয়েন্ট তালিকায় উপরের দিকে। তাছাড়া কলকাতার কোনও ক্রিকেটার মূল দলে সুযোগ পাননি। রিঙ্কু সিং রিজার্ভ দলে থাকলেও তাকে আগেভাগে রওনা হওয়ার নির্দেশ দেওয়া হয়নি।

 

তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজস্থানের সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল এবং যুজবেন্দ্র চাহাল কবে যাবেন তা বলা মুশকিল। অন্যদিকে চেন্নাইয়ের শিবম দুবে এবং রবীন্দ্র জাডেজা রয়েছেন বিশ্বকাপের দলে। তাদের নিয়েও কোনো আপডেট এখনও মেলেনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version