বিদায়ের পথে রোহিত! কে হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী অধিনায়ক?

।। প্রথম কলকাতা ।।

রান তো ভালোই এগোচ্ছিল। রোহিতের এতোটা তাড়াহুড়ো করার দরকার ছিল কি? পারতেন না ধৈর্য ধরে একটা অধিনায়কোচিত ইনিংস খেলতে! বিশ্বকাপ তাঁর অধরা রয়েই গেল। সেই সঙ্গে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিলেন নিজের অধিনায়কত্বকেও। আপনি কি মনে করেন, ২০২৭সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকবেন রোহিত শর্মা? অনেকেরই মত, না। তিনি থাকবেন না। বরং ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী অধিনায়ক কে হবেন সেই প্রশ্ন এখন সকলের মনে। রোহিতের উত্তরসূরি কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিশ্বকাপ শেষ হতেই আগামী চার বছরের পরিকল্পনা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন রোহিতের অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে। ভারতীয় দল পরিচালনার দায়িত্বে যে একটা বড় বদল ঘটতে চলেছে সেই ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট। আপনি হয়তো বলবেন, একটা ম্যাচই কি সব কথা বলে? বিশ্বকাপের মতো টুর্নামেন্ট টানা দশ ম্যাচে জয়ের কি কোনও দাম নেই! নিশ্চয়ই আছে। কিন্তু লক্ষ্য যেখানে পরের বিশ্বকাপ সেখানে বয়সটা একটা বড় ফ্যাক্টর রোহিতের। রোহিতের বর্তমান বয়স ছেচল্লিশ। তাহলে 2027 সাল পর্যন্ত তিনি অধিনায়ক থাকবেন কি করে! রোহিতের পর অধিনায়ক হিসেবে উঠে আসছে কার কার, নাম?

বিরাট কোহলির হাত থেকে নেতৃত্বের ব্যাটন নিজের হাতে তুলে নিয়েছিলেন রোহিত শর্মা। কোহলির মতো আইসিসি টুর্নামেন্টে বারবার মুখ থুবড়ে পড়েছেন তিনিও। সাদা বলে পরবর্তী ফুল টাইম অধিনায়কের দায়িত্ব কাকে দেওয়া যেতে পারে তার জোর পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিসিআই। শীঘ্রই রোহিত এবং প্রধান নির্বাচক আজিত আগারকারেরর সঙ্গে বৈঠকে বসবেন বোর্ড কর্তারা।পাশাপাশি এই প্রশ্নটাও তো ভাবাচ্ছে রোহিত শর্মার উত্তরসুরি কে হবেন। রোহিতের জায়গায় দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করছিলেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের ফিটনেস কিন্তু বর্তমানে খুব একটা ভালো পজিশনে নেই।অনেকেই মনে করছেন কে এল রাহুল এমন একটি নাম যিনি অধিনায়কত্বের জন্য বেশ ভালো। অধিনায়ক হিসেবে রাহুলের রেকর্ড কিন্তু ভালো না।

ম্যাচ জিতলেও খারাপ ফর্মের কারণে তাঁর অধিনায়কত্বের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। এরপর আসা যাক বুমরাহর কথায়। বুমরাহও টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেও অধিনায়কত্ব করেছেন। কিন্তু তারও ফিটনেস নিয়ে প্রশ্ন রয়ে গেছে।অন্যদিকে ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পনথ বর্তমানে মাঠের বাইরে রয়েছে। আইপিএলে তাকে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল। টি-টোয়েন্টি সিরিজও তিনি অধিনায়কত্ব করেছিলেন। অনেকেই মনে করছেন ভারতের পরবর্তী অধিনায়কের জন্য তিনি দাবিদার হয়ে উঠতে পারেন। ভারতের হয়ে শ্রেয়াস আইআরও পরবর্তী অধিনায়কের জন্য একটি ভালো বিকল্প হতে পারেন। কারণ আপনারা দেখে থাকবেন আই আর আইপিএলে অধিনায়কত্ব করেছেন। একটাই অসুবিধা টিম ইন্ডিয়ার হয়ে তাঁর ফরমের ধারাবাহিকতা নেই।

শেষমেষ দেখা যাচ্ছে, অন্যান্যদের থেকে এগিয়ে হার্দিক পান্ডিয়াই। টিম ইন্ডিয়ার হয় বেশিরভাগ সময় অধিনায়কত্ব করেছেন। ওয়ানডেতে রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন তিনি। ২০২৩ এর বিশ্বকাপে হার্দিক সহ অধিনায়ক ছিলেন। হার্দিকের চোট নিয়ে সবাই চিন্তায় রয়েছেন। রোহিতের উত্তরসূরী হার্দিক হতেই পারে- এমনটাই দাবি রাখছেন বেশিরভাগ ক্রিকেট প্রেমী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version