রোহিত জমানাতেও অধরা আইসিসি ট্রফিজয়ের স্বপ্ন, ভবিষ্যৎ কী ভারত অধিনায়কের?

।। প্রথম কলকাতা ।।

হৃদয় ভেঙেছে ১৪০ কোটি ভারতবাসীর। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে ভারতের হার যেন হঠাৎ করেই শোকের দাবানল জ্বালিয়ে দিয়েছে গোটা দেশ জুড়ে। রোহিতের নেতৃত্বে গোটা টুর্নামেন্টে দারুন খেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু ফাইনালেই গড়পড়তা ক্রিকেট উপহার দেয় ভারত। আর তাতেই চেপে বসেছে স্বপ্নভঙ্গের যন্ত্রণা। রোহিত শর্মার দল টানা দশটা ম্যাচ জিতে খেলতে নেমেছিল ফাইনালে। আসলে রোহিতই হয়ে উঠেছিলেন ভারতবাসীর স্বপ্নের সওদাগর। তাঁর নিঃস্বার্থ ব্যাটিং ও অসাধারণ অধিনায়কত্বের প্রশংসা করেছেন সকলে। তবে মহেন্দ্র সিং ধোনি হয়ে ওঠা হলো না রোহিত শর্মার। ধোনিকে স্পর্শ করা থেকে মাত্র একধাপ দূরে থমকে যেতে হল হিটম্যানকে। বিরাট কোহলির মতোই হয়ে গেলেন ট্র্যাজিক নায়ক।

ব্যক্তিগত ক্যারিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। কিন্তু আক্ষেপ একটাই অধিনায়ক হিসেবে তাঁর ঝুলিতে নেই কোন আইসিসি ট্রফি। আইসিসি টুর্নামেন্টে বারবার ব্যর্থতার গ্লানি গ্রাস করেছে তাঁকে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ হোক কিংবা ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ অথবা ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সব ক্ষেত্রেই অধরা সাফল্য। বিরাট কোহলির মতো সেই দশাই এখন রোহিত শর্মার। দেশকে আইসিসি ট্রফির স্বাদ দিতে বিরাটকে সরিয়ে অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। সেই আইসিসি ট্রফিজয়ের স্বপ্ন রোহিত জমানাতেও অধরা। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা সফল অধিনায়ক রোহিত। এমনকী তাঁর নেতৃত্বে এশিয়া কাপও ঘরে তুলেছিল ভারত। কিন্তু এক যুগ পর যে ট্রফি জয়ের স্বপ্নে বুঁদ ছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী, তা এনে দিতে পারলেন না তিনি। গোটা টুর্নামেন্টে খুব ভালো নেতৃত্বও দিয়েছেন। কিন্তু ওই যে, সবসময় ভাগ্য সহায় হয় না।

এই প্রথম নয়, ভারতের অধিনায়ক হিসাবে আরও দুটি বড় টুর্নামেন্টের নকআউটে হেরেছেন রোহিত শর্মা। ২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এবং সর্বশেষ ২০২৩ বিশ্বকাপের ফাইনাল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে রোহিতের নেতৃত্ব নিয়ে। তাছাড়া রোহিতের বয়স হচ্ছে, আগামী বিশ্বকাপে অন্তত তাঁকে নেতা হিসাবে ভাবা কঠিন। আগামী ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে রোহিতের বয়স হবে ৪১। চল্লিশ পেরিয়ে রোহিত পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ খেলছেন, ভাবাটা একটু কষ্টের। তবে কী, আগামী বিশ্বকাপের দিকে নজর রেখে ভারতীয় বোর্ড নতুন অধিনায়ক খোঁজা শুরু করে দেবে? যদিও আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তাই এই সম্ভাবনা এখন কম।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version