Raveena Tandon: জঙ্গল সাফারির ভিডিও শেয়ার করে বিপাকে রবিনা, আইন ভেঙেছেন অভিনেত্রী!

।। প্রথম কলকাতা।।

Raveena Tandon: বলিউডের তারকারা প্রায় সময় নিজেদের অবসর সময়ের কিছু মুহূর্ত শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। কখন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে তাঁরা কোথায় গিয়েছেন, তা জানা যায় এই সোশ্যাল মিডিয়া মারফত। এবার নিজের জঙ্গল সাফারির ভিডিও নেটমাধ্যমে ছেড়ে বিপাকে পড়েছেন রবিনা ট্যান্ডন। মধ্যপ্রদেশের সাতপুরা অভয়ারণ্যে গিয়েছিলেন অভিনেত্রী‌। সেখানে টাইগার রিজার্ভে বাঘের ভিডিও তুলে আইনি বিপাকে জড়ালেন রবিনা।

উল্লেখ্য, মঙ্গলবার দিন সাতপুরা টাইগার রিজার্ভের এক কর্মকর্তা জানিয়েছেন, সাফারি সময় বাঘের কাছাকাছি গিয়েছিলেন তিনি। এই মর্মে শুরু হয়েছে ঘটনার তদন্ত। ভিডিওতে সামনে এসেছে অভিনেত্রীর জিপ বাঘের কাছে পৌঁছেছে। ভিডিওতে শোনা গিয়েছে বাঘের গর্জন। সেইসঙ্গে সেই বাঘ/বাঘিনীকে স্পষ্ট ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে রবিনা লিখেছেন, ‘ওয়াইল্ডলাইফ শটগুলি সাধারণত অপ্রত্যাশিত হয়ে থাকে প্রকৃতির কারণে। চুপ থেকে সেই সেরা মুহূর্তগুলি ক্যাপচার করার চেষ্টা করে থাকে একজন। সনি জুম লেন্স ২০০/৪০০ দিয়ে ভিডিও নেওয়া হয়েছে’।

‘জি ২৪ ঘন্টা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বন বিভাগের উপ-বিভাগীয় কর্মকর্তা ধীরাজ সিং চৌহান গতকাল জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী ঘটনার তদন্ত শুরু হয়েছে। গত ২২ নভেম্বর অভিনেত্রীর সফরের সময় তাঁর গাড়িটি বাঘের কাছে পৌঁছেছিল অভিযোগ। আর এই ঘটনায় গাড়ির চালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোটিশ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সকলের প্রবেশের অনুমতি রয়েছে। কিন্তু ভিডিও অনুযায়ী নায়িকা একটু বেশিই ভেতরে ঢুকেছেন এবং বাঘ তাঁর জিপের প্রায় সামনে থেকে হেঁটে বেড়াচ্ছে দেখা গিয়েছে। তাতেই বিপাকে পড়েছেন অভিনেত্রী। একদিকে চলতি মাসের শুরুতে বন বিহার ন্যাশনাল পার্কে দেখা যায় খোলা জায়গা থেকে পর্যটকরা বাঘের দিকে পাথর ছুঁড়েছেন। বারণ করা হলে, মজা ওড়ানো হয়েছে।

এদিকে প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রীর দাবি, কেউই অনুমান করতে পারেনা বাঘ কেমন আচরণ করবে? গাড়িটি বন বিভাগের লাইসেন্স প্রাপ্ত ছিল। বন বিভাগের সেই ড্রাইভার এবং গাইডরাও সঙ্গে ছিলেন। এক কথায় তিনি বলতে চেয়েছেন যে তিনি সীমা অতিক্রম করেননি। ভিডিওতে যে বাঘ/বাঘিনীকে দেখা গিয়েছে সে গাড়ির খুব কাছে আসতেই পছন্দ করে, দাবি রবিনার। কিন্তু তা সত্বেও গোটা ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version