Shehnaaz Gill: হাতে রাইজিং স্টার অ্যাওয়ার্ড, তখনও মুখে সিদ্ধার্থের কথা, আবেগপ্রবণ শাহনাজ

।। প্রথম কলকাতা ।।

Shehnaaz Gill: সব ভালোবাসার গল্প যে পূর্ণতা পায় এমনটা নয়। কিছু কিছু ভালোবাসার গল্প পূর্ণতা না পেয়েও মানুষের মনে আলাদা জায়গা তৈরি করে নেয়। যেমন সিদ্ধার্থ-শেহনাজ। দুবাইয়ে ফিল্মফেয়ার এর মঞ্চে দাঁড়িয়ে হাতে রাইজিং স্টারের অ্যাওয়ার্ড নিয়ে শেহনাজ ধন্যবাদ জানালেন সিদ্ধার্থ শুক্লাকে। যা স্বাভাবিকভাবেই ‘সিডনাজে’র অনুরাগীদের চোখে জল এনে দিয়েছে।

শনিবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার মিডল ইস্ট অ্যাচিভার্স নাইট। সেখানে আমন্ত্রিত ছিলেন  গিল। শুধু তাই নয় তিনি রাইজিং স্টার অ্যাওয়ার্ডও পান। সেই অ্যাওয়ার্ডটি হাতে নিয়ে স্টেজে দাঁড়িয়ে বন্ধু সিডকে মনে করে কী বললেন শেহনাজ ? তাঁর কথায়, এই পুরস্কার তিনি তাঁর বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন কিংবা তাঁর দলকে উৎসর্গ করবেন না। কারণ এটা তাঁর পরিশ্রম। যা শুধু তাঁরই থাকবে। তবে তিনি ধন্যবাদ জানাতে চান সেই মানুষটিকে যে তাঁর জীবনে আসার জন্য আজ সাফল্যের এই শিখরে পৌঁছতে পেরেছে শাহনাজ গিল।

সিদ্ধার্থ শুক্লাকে সেই মঞ্চ থেকেই ধন্যবাদ জানান তিনি। বিগ বস সিজন ১৩ তে দুজনের প্রথম আলাপ। আর তারপর ধীরে ধীরে বন্ধুত্ব আরও গাঢ় হতে শুরু করে। টেলিভিশনের পর্দায় ‘সিডনাজ’কে দেখতেও ভীষণ পছন্দ করতেন মানুষ। এরপর বিগ বস জিতে বেরিয়ে আসেন সিদ্ধার্থ শুক্লা। ২০২১ সালের সেপ্টেম্বরে হঠাৎই অভিনেতার সিদ্ধার্থ তাঁর কাছের মানুষদের একা করে পৃথিবী থেকে বিদায় নেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ৪০ বছর বয়সেই সবকিছু থেমে যায়। এই প্রতিভাবান অভিনেতার।

সেই সময় রীতিমতো ভেঙে পড়েছিলেন শেহনাজ কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে সামলে নিতে শিখে গিয়েছেন তিনি। প্রাণোচ্ছল সেই শেহনাজ গিল আগের মত চঞ্চল নয় বরং আরও বেশি পরিণত , আরও ধীর স্থির। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তবে তাঁর এই যাত্রাপথের প্রত্যেকটি সাফল্যের ধাপে তিনি মনে করেন সিদ্ধার্থকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version