Rishabh Pant: ক্রাচ নিয়ে হাঁটার ছবি শেয়ার করলেন ঋষভ পন্থ

।। প্রথম কলকাতা ।।

 

১০ ফেব্রুয়ারি শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেছেন ঋষভ পন্থ। যেখানে তাকে ক্রাচ নিয়ে হাঁটতে দেখা যায়। ৩০ ডিসেম্বর বাঁ-হাতি ভারতীয় ব্যাটার দিল্লি-দেরাদুন হাইওয়েতে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় একাধিক আঘাত পান পন্থ। হাঁটুতে অস্ত্রোপচার করা হয় তাঁর। ভারতীয় উইকেট-রক্ষক ব্যাটার বর্তমানে পুনরুদ্ধারের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

 

এদিন টুইটারে দুটি ছবি দিয়ে ক্যাপশনে ঋষভ পন্থ লিখেছেন, “এক ধাপ এগিয়ে, এক ধাপ শক্তিশালী, এক ধাপ ভালো।”

পন্থের চোট সম্প্রতি কেএস ভরতের জন্য দরজা খুলে দিয়েছে। বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক করেন কেএস ভরত। ঋসভ পন্থ গত বছর টেস্ট ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। বাঁ-হাতি এই ব্যাটার ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সেঞ্চুরি সহ সাতটি টেস্টে ৬১.৮১ গড়ে ৬৮০ রান সংগ্রহ করেছিলেন।

 

গত বছর ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১২৫ রান করে পন্থ প্রথম ওডিআই সেঞ্চুরিও করেছিলেন। ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পন্থ দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু তার সুস্থ হয়ে উঠতে সময় লাগবে।

Exit mobile version