Rishabh Pant: ভারতীয় দলে ফিরতে ঋষভ পন্থের ২ বছর সময় লাগতে পারে, বললেন সৌরভ গাঙ্গুলি

।। প্রথম কলকাতা ।।

ভারতীয় দলে ফিরতে ঋষভ পন্থের ২ বছর পর্যন্ত সময় লাগতে পারে, জানালেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমের জন্য ম্যানেজমেন্টের ভূমিকায় দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রয়েছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাত্কারে বিস্তারিত প্রকাশ করেছেন সৌরভ গাঙ্গুলি।

 

গাঙ্গুলি বলেন যে দিল্লি ক্যাপিটালস দলে ঋষভ পন্থের রেখে যাওয়া শূন্যতা পূরণ করা কঠিন হবে এবং দল এখনও তার প্রতিস্থাপন চূড়ান্ত করেনি। প্রাক্তন ভারত অধিনায়ক ২০২২ সালের ডিসেম্বরে তার ভয়াবহ দুর্ঘটনার পর থেকে তিনি পন্থের সঙ্গে কয়েকবার কথা বলেছেন।

 

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, “আমি তার সাথে কয়েকবার কথা বলেছি। স্পষ্টতই সে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, চোট এবং অস্ত্রোপচারের মধ্য দিয়ে এবং আমি তার সুস্থতা কামনা করছি। এক বছরের মধ্যে বা কয়েক বছরের মধ্যে, সে ভারতের হয়ে আবার খেলবে।”

 

দিল্লি ক্যাপিটালস এখনও ঋসভ পন্থের স্থলাভিষিক্ত ঘোষণা করেননি। তরুণ তুর্কি অভিষেক পোরেল এবং ঘরোয়া অভিজ্ঞ তারকা শেলডন জ্যাকসনের মধ্যে কে সেরা তা নিয়ে গাঙ্গুলি এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। তিনি বলেন, “এটা বের করতে আমাদের এখনো একটু সময় লাগবে। পরবর্তী ক্যাম্প শুরু হবে আইপিএলের আগে।”

 

তিনি আরও বলেন, “আইপিএল শুরু হতে এখনও এক মাস বাকি এবং মরসুম শুরু হয়েছে। তারা যে পরিমাণ ক্রিকেট খেলে তার জন্য সব খেলোয়াড়কে একত্র করা কঠিন। চার-পাঁচজন আছেন যারা ইরানি ট্রফি খেলছেন। সরফরাজের আঙুলে চোট আছে। আইপিএলের জন্য তার ঠিক থাকা উচিত।”

Exit mobile version