।। প্রথম কলকাতা ।।
Tunisha Sharma: মাত্র ২০ বছর বয়সে থেমে গিয়েছে জীবনের গাড়ি। গত শনিবার ‘আলিবাবা: দস্তান-ই-কাবুল’-এর সেটে আত্মহত্যা করেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা (Tunisha Sharma)। আর তারপর থেকেই তাঁর কেসে সামনে আসছে একের পর এক তথ্য। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেট থেকে শীজানকে লেখা তুনিশার একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ।
এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন শীজান। রিপোর্ট অনুযায়ী, সেই হাতে লেখা চিঠিতে এক পাশে রয়েছে অভিনেতার নাম, অন্য পাশে বার্তা। চিঠিতে ইংরেজিতে যা লেখা তাঁর বাংলা সারমর্ম দাঁড়ায়, ‘আমার মতো একজন কো-স্টার পেয়ে ও খুব লাকি’। ‘ইন্ডিয়া টিভি’র এক প্রতিবেদন অনুযায়ী, একটি ১০ ইঞ্চির লম্বা কাপড়ও পেয়েছে পুলিশ। যেখান থেকে কেটে নিজেকে ঝোলানোর জন্য ব্যবহার করেছিলেন অভিনেত্রী।
পুলিশি সূত্রে, শীজানের (Sheezan Khan) ‘গোপন প্রেমিকা’ ছিল। তাঁর সঙ্গে তুনিশার মৃত্যুর দিনও দু’ঘণ্টা ফোনে কথা বলেছিলেন তিনি। এদিকে পুলিশ অভিনেত্রীর ফোন এতদিন আনলক করতে না পারায়, কোনও তথ্য উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার অ্যাপেল কোম্পানির লোকেরা ওয়ালিব থানায় এসে ফোনের লক খুলে দেয় এবং সমস্ত চ্যাট ও ফোন কল পুলিশের হাতে চলে আসে। জানা গিয়েছে, অভিনেত্রীর শেষকৃত্যে হাজির হয়েছিলেন শীজানের মা ও বোন। অভিনেতার দিকে প্রথম থেকেই অভিযোগের আঙুল তুলেছে তুনিশার পরিবার। তাঁদের দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন শীজান। কিন্তু এদিকে তাঁর সম্পর্ক ছিল একাধিক মেয়ের সঙ্গে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম