Chanchal Chowdhury: ‘অনির্বাণের সঙ্গে সম্পর্ক অনেকদিনের’, অভিনেতার প্রশংসায় আর কী বললেন চঞ্চল চৌধুরী?

।। প্রথম কলকাতা ।।

Chanchal Chowdhury: ওপার বাংলার তারকাদের সঙ্গে এপার বাংলার তারকাদের সম্পর্ক যে গভীর, তা ফের চোখে পড়েছে। সম্প্রতি কলকাতায় আয়োজিত ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ ওপার বাংলার সিনেমার প্রতি এপার বাংলার মানুষের টান দেখা গিয়েছে। এবার এক সন্ধ্যায় দুই বাংলার তারকা মজলেন আড্ডায়। ভাইরাল হয়েছে তাঁদের জমাটি-গানের আড্ডার ভিডিও। যেখানে টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণকে গাইতে দেখা গিয়েছে চঞ্চল চৌধুরীর ‘কালা পাখি’।

ভিডিওটি যদিও নেট মাধ্যমে পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী নিজেই। যেই আড্ডায় হাজির ছিলেন তিনিও। এদিন ভিডিও পোস্ট করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘অনির্বাণের সঙ্গে সম্পর্কটা অনেক দিনের। খুব ভালো অভিনেতা সে। নির্মাতা হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করে ফেলেছে। ‘হাওয়া’ দেখতে নন্দনে এসেছিল সেবার। এবার আমি দেখে এলাম ওঁর ‘বল্লভপুরের রূপকথা’। কি অসাধারণ নির্মাণ! কি চমৎকার অভিনয় সবার! প্রধান অভিনেতা সত্যম সাথেই ছিল। এক রাতে আড্ডায় বসেছিলাম আমরা। ভিডিও করেছিল খুশী’।

সম্প্রতি বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘বল্লভপুরের রূপকথা’, যেখানে সত্যমের দুর্দান্ত অভিনয় রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও দেবরাজ ভট্টাচার্যের মতো অভিনেতাদের। এখানে কোনও বড় তারকার মুখ নজরে আসেনি। তবে ছবি প্রশংসা পেয়েছে দর্শকদের কাছে। এমনকি ছবির প্রশংসা করেছেন চঞ্চল চৌধুরীও। এদিন অনির্বাণ ও চঞ্চল চৌধুরীর গানের মজা নিতে দেখা গিয়েছে সত্যমকে। তিনিও ওই রাতের আড্ডায় হাজির ছিলেন।

অনির্বাণের ‘কালা পাখি’র সঙ্গে গলা মিলিয়েছেন চঞ্চল চৌধুরী। আর তাঁদের এই জমাটি আড্ডার ভিডিও দেখে তাঁদের শুভকামনা জানিয়েছেন সবাই। কেউ লিখেছেন, ‘দু’জনেই অত্যন্ত প্রিয় মানুষ’। কেউ আবার চঞ্চল চৌধুরীকে অনুরোধ করেছেন যে, ‘অনির্বাণদা ও অগ্নিদার সঙ্গে একটা গল্পে ভয়েস দেবেন প্লিজ। মিরচি বাংলায় আপনাকে শোনার ইচ্ছে বহু দিনের। সেটা মাস্টারপিস হয়ে থাকবে দুই বাংলার সাহিত্যপ্রেমীদের মনে’। সকলেই অনির্বাণ ও তাঁর যুগলবন্দীকে ভালোবাসায় ভরিয়েছেন। এদিনের ভিডিও দেখে মনে হয়েছে দুই বাংলা মিলেমিশে একাকার হয়ে গেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version