IPL 2023: আইপিএল থেকে ছিটকে গেলেন রিস টপলি, ১০ এপ্রিল আরসিবি ক্যাম্পে যোগ দেবেন হাসরাঙ্গা

।। প্রথম কলকাতা ।।

 

IPL 2023: চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023) থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার রিস টপলি (Reece Topley)। বিষয়টি নিশ্চিত করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar)। তিনি জানান ১০ এপ্রিল আরসিবি দলে যোগ দেবেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গা (Wanindu Hasaranga)। এছাড়াও জোশ হ্যাজেলউড (Josh Hazelwood) ১৪ এপ্রিলের মধ্যে ক্যাম্পে যোগ দেবেন। সম্ভবত চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে পাওয়া যাবে অস্ট্রেলিয়ার এই পেসারকে।

 

সঞ্জয় বাঙ্গার কেকেআর বনাম আরসিবি ম্যাচের ফাঁকে সম্প্রচারকারীদের বলেন, “দুর্ভাগ্যবশত, রিসকে দেশে ফিরে যেতে হচ্ছে, তিনি টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন। আমরা তাকে এখানে রাখার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত, তার স্ক্যানগুলি পরামর্শ দিয়েছে যে সে হয়তো অনেক সময়ের জন্য বাইরে থাকবে। তাই আমরা শীঘ্রই একজন প্রতিস্থাপন চাইব।”

 

রিস টপলি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবি-র হয়ে মাত্র দুই ওভার বল করেছিলেন, কিন্তু তিনি ক্যামেরন গ্রিনের প্রথম উইকেট নিয়েছিলেন। ওই ম্যাচেই ফিল্ডিং করার সময় টপলি তার ডান কাঁধে চোট পান। অন্যদিকে জশ হ্যাজেলউড অ্যাকিলিস গোড়ালি ইনজুরিতে ভোগার পর ফিরে আসতে চলেছেন।

 

বাঙ্গার আরও বলেন, ‘হাসারাঙ্গা আমাদের জন্য ১০ তারিখে আসবেন, আসার সময় এবং তিনি কীভাবে নিউজিল্যান্ড থেকে দীর্ঘ ফ্লাইটের জার্নির সঙ্গে মোকাবিলা করেন তার উপর নির্ভর করে। আমরা দেখব এটা কিভাবে আসে। যদিও কর্ন তার সুযোগ নিয়েছে।”

Exit mobile version