IPL 2023: ব্লকবাস্টার ম্যাচে আরসিবির মুখোমুখি কেকেআর, ইডেন গার্ডেন্সে বিশেষ ড্রোন শো!

।। প্রথম কলকাতা ।।

 

IPL 2023: ৩ বছরেরও বেশি সময় পরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচ আয়োজন করতে চলেছে আইকনিক ইডেন গার্ডেন্সে (Eden Gardens) । বিশেষ অনুষ্ঠান উপলক্ষে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) একটি ড্রোন শো করার পরিকল্পনা করেছে। ৬ এপ্রিল বৃহস্পতিবার ব্লকবাস্টার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। শোনা যাচ্ছে ম্যাচ দেখতে ইডেনের গ্যালারিতে থাকতে পারেন শাহরুখ খান।

 

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সমর্থক, দুই দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য একটি দর্শনীয় সন্ধ্যা তৈরি করতে ৫০০ টিরও বেশি ড্রোন ব্যবহার করা হবে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের ম্যাচের আগে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ড্রোন ব্যবহার করে অনুরূপ একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। আইপিএল-এর টাইটেল স্পন্সর টাটা (TATA)-এর সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

 

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য এবং সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া। তার উদ্যোগেই ইডেন গার্ডেন্সে ড্রোন নিয়ে একই ধরনের প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। সিএবি সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০০ ড্রোন নিয়ে এই শো করা হবে। ইডেনের রাতের আকাশে শত শত ড্রোন উড়বে, এটি দর্শকদের জন্য দুর্দান্ত মনোরঞ্জন হবে।

 

বুধবার, ৫ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম আয়োজন করেছিল গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়াম। মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। উল্লেখযোগ্যভাবে, বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে একটি লেজার শো অনুষ্ঠিত হয়।

Exit mobile version