Border-Gavaskar Trophy: বিশ্বের দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০০ রান এবং ২৫০ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা

।। প্রথম কলকাতা ।।

 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে উসমান খাওয়াজাকে আউট করে ২৫০তম টেস্ট উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। সেই সঙ্গে প্রথম দ্রুততম ভারতীয় এবং বিশ্বে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০০রান এবং ২৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন। তিনি পঞ্চম ভারতীয় হিসেবে কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং এবং অশ্বিনের পরে টেস্ট ক্রিকেটে এই বিরল কীর্তি গড়লেন জাদেজা।

প্রথম স্থানে থাকা ইংল্যান্ডের ইয়ান বোথাম ৫৫ ম্যাচে এই নজির গড়েছিলেন। ৬২ ম্যাচে সেই রেকর্ড স্পর্শ করলেন ভারতের রবীন্দ্র জাদেজা। ভারতের মধ্যে অভিজাত তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। পাশাপাশি অষ্টম ভারতীয় বোলার হিসেবে কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং, জাহির খান, ইশান্ত শর্মা, বিশান সিং বেদী এবং অশ্বিনের পরে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন ভারতের এই তারকা অলরাউন্ডার।

Exit mobile version