Border Gavaskar Trophy: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে নেট সেশনে ঘাম ঝরালেন রবীন্দ্র জাদেজা

।। প্রথম কলকাতা ।।

 

৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হওয়া চার টেস্টের সিরিজের আগে নাগপুরের ওল্ড সিভিল লাইনস মাঠে ভারতীয় দলের নেট সেশনের সময় ঘাম ঝরালেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। হাঁটুতে অস্ত্রোপচারের পর প্রায় পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফি ম্যাচে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। তামিলনাড়ুর বিরুদ্ধে সাত উইকেটও দখল করেছিলেন জাদেজা।

যেহেতু চেতেশ্বর পূজারা, জয়দেব উনাদকাট এবং উমেশ যাদব বাদে বেশিরভাগ খেলোয়াড়ই সাদা বলের ক্রিকেট খেলে এসেছেন, তাই কোচ রাহুল দ্রাবিড় চান যে জামথার ভিসিএ গ্রাউন্ডে প্রথম টেস্টের আগে প্রত্যেক খেলোয়াড়ের পাঁচ দিনের অনুশীলনে পর্যাপ্ত সময় পান। ১৬ সদস্যের সঙ্গে রয়েছেন চারজন নেট বোলার। তাঁরা হলেন রাহুল চাহার (রাজস্থান), ওয়াশিংটন সুন্দর, রবিসরিনিবাস সাই কিশোর (উভয় টিএন), এবং সৌরভ কুমার (ইউপি)।

 

সেই স্পিনারদের নিয়ে আসা হয়েছে যাদের রাজ্যের দল রঞ্জি ট্রফির সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে না। মূল দলে চার স্পিনার এবং সেট আপে আরও চার স্পিনার মোট আট স্পিনার উপস্থিত রয়েছেন। একটি ব্যাচ সকালে আড়াই ঘন্টা প্রশিক্ষণের জন্য আসে এবং পরে বিকেলে আরেকটি দল আসে। নাথান লায়ন, মিচেল সুইপসন এবং বাঁহাতি স্পিনার অ্যাশটন আগারদের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে দলের ব্যাটারদের তৈরি রাখছেন রাহুল দ্রাবিড়।

Exit mobile version