IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রত্যাবর্তনের আগে ফিটনেস ফিরে পেতে রঞ্জি ট্রফিতে নামছেন রবীন্দ্র জাদেজা

।। প্রথম কলকাতা ।।

 

বর্ডার-গাভাস্কার ট্রফি দিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে রবীন্দ্র জাদেজা চলতি রঞ্জি ট্রফিতে অংশ নিতে চলেছেন। ইএসপিএনক্রিকইনফো-র একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতীয় এই অলরাউন্ডার সৌরাষ্ট্রের শেষ ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম শ্রেণীর টুর্নামেন্টে খেলবেন। যা মঙ্গলবার, ২৪ জানুয়ারী চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে।

 

২০২২ সালের আগস্ট মাসে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিরুদ্ধে ভারতের এশিয়া কাপ ম্যাচের পর থেকে জাদেজা কোনো ধরনের ক্রিকেট খেলেননি। চোটের জন্য তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে যান। তার ডান হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে জাদেজা ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) ফিটনেস পরীক্ষার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

 

শুক্রবার, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। জাদেজাকে দলে অন্তর্ভুক্ত করা হলেও ফিটনেস সাপেক্ষে তাঁর নির্বাচন করা হয়েছে। জানা গেছে যে এনসিএ জাদেজাকে খেলার জন্য উপযুক্ত ঘোষণা করলেই জাদেজাকে টেস্ট খেলার অনুমতি দেওয়া হবে।

 

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার উদ্বোধনী টেস্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি থেকে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টের ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আর অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা , মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

Exit mobile version