Border-Gavaskar Trophy: দিল্লি টেস্টে মার্নস লাবুসচেনকে আউট করে ৭০০ প্রথম-শ্রেণীর উইকেট পূর্ণ করেছেন রবিচন্দ্রন অশ্বিন

।। প্রথম কলকাতা ।।

শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৭০০ প্রথম-শ্রেণীর উইকেট পূর্ণ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন তার নবম ওভারে ১৮ রানে মার্নস লাবুসচেনকে আউট করে এই কৃতিত্ব অর্জন করেন ভারতের এই অফ-স্পিনার। ওই ওভারেই স্টিভ স্মিথকে শূন্য রানে প্যাভিলিয়নের ফেরত পাঠান অশ্বিন।

 

নাগপুরে প্রথম টেস্টে প্রথম ইনিংসে তিনটি এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে ভেঙে দিয়েছিলেন অশ্বিন। ভারত সফরের আগে অস্ট্রেলিয়া দলের একমাত্র চিন্তার কারণ ছিলেন ভারতের অফ-স্পিনার। অভিজ্ঞ অফ-স্পিনারের বিরুদ্ধে লড়াইয়ের আগে প্রস্তুতির জন্য মহেশ পিথিয়ার বলে অনুশীলন করে প্যাট কামিন্স বাহিনী।

 

২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অশ্বিনের টেস্ট অভিষেক হয়। সেই ম্যাচে তাঁর বোলিং পারফরম্যান্সের (৩/৮১ এবং ৬/৪৭) জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন। ভারত পাঁচ উইকেটে জয় পায়। ৩৬ বছর বয়সী টেস্টে সিরিজের দ্বিতীয় সর্বাধিক খেলোয়াড়ের পুরস্কার (৯) জিতেছেন। তার আগে রয়েছেন শুধুমাত্র মুরালিধরন (১১)। অশ্বিন বর্তমানে আইসিসি টেস্ট বোলার এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে দ্বিতীয় স্থানে রয়েছেন।

 

ইংল্যান্ডের উইলফ্রেড রোডস প্রথম-শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে ৩২ বছরেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্যারিয়ারে ৪,২০৪ উইকেট নিয়েছেন। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অশ্বিনের মোট ৯৯টি টেস্ট উইকেট রয়েছে। দ্বিতীয় টেস্টে আর একটি নিলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ উইকেট নেওয়ার নজির গড়বেন ভারতের এই অফ-স্পিনার।

Exit mobile version