Border-Gavaskar Trophy: দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ টেস্ট উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন

।। প্রথম কলকাতা ।।

 

অনিল কুম্বলের পরে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ উইকেটের নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ-পরবর্তী সেশনে অ্যালেক্স ক্যারিকে আউট করে এই কৃতিত্ব অর্জন করেন ভারতীয় অফ-স্পিনার। ১১১ উইকেট নিয়ে প্রথম স্থানে রয়েছেন অনিল কুম্বলে। ৯৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন হরভজন সিং।

 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৭০০ প্রথম-শ্রেণীর উইকেট পূর্ণ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন তার নবম ওভারে ১৮ রানে মার্নস লাবুসচেনকে আউট করে এই কৃতিত্ব অর্জন করেন ভারতের এই অফ-স্পিনার। ওই ওভারেই স্টিভ স্মিথকে শূন্য রানে প্যাভিলিয়নের ফেরত পাঠান অশ্বিন।

 

লাবুসচেন, স্টিভ স্মিথ ছাড়াও আলেক্স কারিকে সাজঘরে পাঠান অশ্বিন। ২১ ওভারে ৫৭ রান দিয়ে তিন উইকেট দখল করেছেন তিনি। চা পান বিরতির আগে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১৯৯। ক্রিজে রয়েছেন পিটার হান্ডকম্ব (৩৬) ও অধিনায়কপ্যাট কামিন্স (২৩)।

Exit mobile version