Pata Rabindra Sangeet: প্রথমবার পটার কণ্ঠে রবি ঠাকুরের গান, শুনে কী বলছে নেটপাড়া?

।। প্রথম কলকাতা ।।

Pata Rabindra Sangeet: বেশিরভাগ বাঙালির জীবনে প্রতিটা আবেগে অনুভুতিতে থাকেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সংগীত বিশেষত রবীন্দ্র সংগীত প্রেমিদের জন্য রয়েছে এক সুখবর। এবার রবীন্দ্র সংগীত নিয়ে হাজির হলেন পটা। সম্প্রতি প্রথমবার রবীন্দ্র সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন পটা ৷ আশা অডিয়োর পক্ষ থেকে মুক্তি পেয়েছে ‘আমার রাত পোহালো’৷ কেমন সাড়া ফেলল এই গান? দেখুন নেটপাড়ার রিপোর্ট ৷

সম্প্রতি প্রথমবার রবীন্দ্র সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন পটা। আশা অডিয়োর পক্ষ থেকে মুক্তি পেয়েছে ‘আমার রাত পোহালো’। কেমন সাড়া ফেলল এই গান? দেখুন নেটপাড়ার রিপোর্ট। ভালো নাম অভিজিৎ বর্মন। তবে পোশাকি ‘পটা’ নামেই তিনি বেশি পরিচিত বাংলার সঙ্গীত অনুরাগীদের কাছে। পটা বললেই কারও কানে বেজে ওঠে ‘কলঙ্কিনী রাধা’ আবার কেউ বলবেন ক্যাকটাসের ‘হলুদ পাখি’ কিংবা ‘আমি শুধু চেয়েছি তোমায়’-এর কথা। কিন্তু তাঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এর আগে শোনা যায়নি। নশ্বর কবিকে আমরা হারিয়েছি ঠিকই তবে তাঁর সৃষ্টির কাছে আজও আশ্রয় খোঁজে বাঙালি। গানে, কবিতায় বারবার ফিরে আসে তাঁর কথা। তেমনি পটাও রবি ঠাকুরের গানকে বেছে নিলেন এই বাইশে শ্রাবণে ।

আশা অডিয়োর পক্ষ থেকে তাঁর কণ্ঠে মুক্তি পেয়েছে ‘আমার রাত পোহালো’। এই প্রথমবার রবি ঠাকুরের গানে কণ্ঠ দিলেন তিনি। বহু চর্চিত এই রবীন্দ্রসঙ্গীতটিকে তাঁর মনের মাধুরী মিশিয়ে পরিবেশন করেছেন পটা। এর আগে এই বিশেষ রবীন্দ্র সঙ্গীতটিতে কণ্ঠ দিয়েছেন দেবব্রত বিশ্বাস থেকে শুরু করে অরুন্ধতী হোম চৌধুরী, জয়তী চক্রবর্তীর মতো শিল্পীরা। তাই প্রত্যাশার চাপ তো থেকেই যায়। সঙ্গীত আয়োজনের দায়িত্ব পালন করেছেন অম্লান চক্রবর্তী । বলাই বাহুল্য প্রথমবার তাঁর এই চেষ্টা ঠিক কেমন হল, তা জানতে আগ্রহী ছিলেন অনুরাগীরা। কেমন লাগল অনুরাগীদের তা নিয়েও কিন্তু নানা মুনির নানা মত। কেউ লিখলেন, “পটাদা খুব সুন্দর লাগল। ভালো থেকো, সুস্থ থেকো।” আবার কেউ লিখলেন, “অপূর্ব। একদম নতুন এই উপস্থাপনার জন্য ধন্যবাদ।” কারও আবার ততখানি ভালো লাগেনি এই উপস্থাপনা। সরাসরি কেউ লিখেছেন, “ভালো লাগল না।”

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version