IPL 2023: টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ, চলতি আইপিএলে প্রথম হ্যাটট্রিক করলেন রশিদ খান

।। প্রথম কলকাতা ।।

IPL 2023: আইপিএল ২০২৩-এ প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন গুজরাট টাইটান্সের (Gujarat Titans) স্ট্যান্ড-ইন অধিনায়ক রশিদ খান (Rashid Khan)। আহমেদাবাদে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে তার শেষ ওভারে তিন কেকেআর ব্যাটারকে আউট করেন। উল্লেখযোগ্যভাবে, রশিদ খান আন্দ্রে রাসেল (১), সুনীল নারিন (০) এবং শার্দুল ঠাকুর (০)-কে প্যাভিলিয়নে ফেরত পাঠান।

রশিদ যখন তার শেষ ওভার বোলিং করতে এসেছিলেন তখন কোনো উইকেট না নিয়ে তিন ওভারে ৩৫ রান দিয়েছিলেন। এবং ৪-০-৩৭-৩ পরিসংখ্যান নিয়ে শেষ করেন। তার এই বোলিং পারফরম্যান্সে দলকে খেলায় ফিরে আসতে সাহায্য করেন আফগান তারকা। এদিন হ্যাটট্রিক করে রশিদ টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করা বোলারও হয়েছেন, কারণ এটি আফগানিস্তানের স্পিনারের চতুর্থ হ্যাটট্রিক।

টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করা যতটা কঠিন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এর পার্থক্য নেই। বেশ কয়েকজন বোলার সেই বিরল কৃতিত্ব অর্জন করেছেন। টি-টোয়েন্টি লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন যে বোলাররা তারা হলেন রশিদ খান (৪), অ্যান্ড্রু টাই (৩), মোহাম্মদ সামি (৩), অমিত মিশ্র (৩), আন্দ্রে রাসেল (৩), ইমরান তাহির (৩)।

২০০৮ সালে চেন্নাই সুপার কিংস (CSK)-এর হয়ে খেলার সময় লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছিলেন। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে, কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। এবং শেষ ওভারের হ্যাটট্রিক সিএসকেকে জিততে সাহায্য করে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version