Jaydev Unadkat: রঞ্জি ট্রফিতে ইতিহাস! প্রথম বোলার হিসেবে প্রথম ওভারে হ্যাটট্রিক করলেন জয়দেব উনাদকাট

।। প্রথম কলকাতা ।।

মঙ্গলবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিরুদ্ধে চলমান রঞ্জি ট্রফি ম্যাচে সবচেয়ে খারাপ শুরু করল দিল্লি। দিল্লির ছয়জন ব্যাটার শূন্য রানে ফিরলেন প্যাভিলিয়নে। যার ফলস্বরূপ মাত্র ১৩৩ রানেই গুটিয়ে গেল যস ধুলের দল। সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট ১২ ওভারে ৩৯ রানে ৮ উইকেট তুলে নেন। রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম বোলার হিসেবে খেলার প্রথম ওভারেই হ্যাটট্রিক করেন উনাদকাট।

 

দিল্লি অধিনায়ক যস ধুল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম ওভারের তৃতীয় বলে ধ্রুব শোরের উইকেট নিয়ে হ্যাটট্রিকের সূচনা করেন উনাদকাট। চতুর্থ বলে বৈভব রাওয়ালকে আউট করেন এবং পঞ্চম বলে অধিনায়ক যস ধুলকে প্যাভিলিয়নে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। শুধু তাই নয় দিল্লির ব্যাটিংয়ের উপর নিজের প্রভাব বিস্তার করেন উনাদকাট। এরপর জন্টি সিধু, ললিত যাদব, লক্ষ থারেজা, শিবাঙ্ক বশিষ্ট এবং কুলদীপ যাদবের উইকেট তুলে নিয়ে দিল্লি ব্যাটিংয়ের মাজা ভেঙে দেন। এটি উনাদকাটের প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় সেরা পারফরম্যান্স। এর আগে তিনি ৪১ রানে ৭ উইকেট নিয়েছিলেন।

 

জয়দেব উনাদকাট সম্প্রতি টেস্ট ক্রিকেটে জাতীয় দলে বহুল প্রতীক্ষিত সুযোগ পেয়েছেন। ১২ বছর পর ভারতের হয়ে প্রথম খেলায় তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিন উইকেট দখল করেন উনাদকাট। এর আগে ২০১০ সালে কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তার প্রথম এবং একমাত্র টেস্ট খেলেছিলেন।

Exit mobile version