Randeep-Lin Marriage: বিয়ে করেই রণদীপের সন্তানের আবদার! মাথা থেকে পা সোনায় মোড়া, আলিয়া-দীপিকা থ

।। প্রথম কলকাতা ।।

Randeep-Lin Marriage: বলিউডের দীপিকা রণবীর বা আলিয়ার মতো নয় গ্র্যান্ড বিয়ের আয়োজন কীভাবে হয় দেখিয়ে দিলেন রণদীপ। মহাভারতের থিমে বিয়ে করলেন বলি নায়ক। এই প্রথম বিয়ের থিমে পৌরাণিক কাহিনী। নতুন বউয়ের মাথা থেকে পা সোনায় মোড়া। দীপিকা – আলিয়া বা প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে এত গয়না দেখা যায়নি বলছে নেট দুনিয়াও। কখনও সুস্মিতা সেন, কখনও আবার নন্দনা সেনের সাথে নাম জড়িয়েছে রণদীপের। অবশেষে ৪৭-এ এ বার ছাঁদনাতলায়। বলি নায়কের বউকে চেনেন? অনেক সন্তান চাই! বিয়ের পিঁড়িতে বসার আগে স্ত্রীর কাছে আবদার রণদীপ হুডার।

মণিপুরের মডেল লিন লাইশরামের সঙ্গে বিয়ে সারলেন রণদীপ হুডা। লিনের শহর ইম্ফলে মণিপুরি রীতি মেনেই সাত পাকে বাঁধা পড়েছেন দুজন। কিন্তু বিয়ের পরেই এটা কী বললেন বলি নায়ক! লিনের পরনে মণিপুরের সাবেক পোশাক পটলোই। মেরুন আর সোনালি রঙের পটলোই পরেছেন। মুকুট থেকে গলায় সারি সারি হার। মাথা থেকে পা পর্যন্ত যেন সোনায় মুড়ে রয়েছেন লিন। রণবীর পরেছিলেন সাদা রঙের পোশাক সাদা ধুতি, ফতুয়া আর চাদরমা। থায় সাদা পাগড়ি, কপালে তিলক কাটা কোনও ডিজাইনার ড্রেস নয়। মণিপুরের আঞ্চলিক পোশাকেই হল বিয়েটা।

মহাকাব্যের থিমেই নাকি বিয়ে করতে চেয়েছিলেন রণদীপ। কেন এমন ভাবনা? মণিপুরের সঙ্গে মহাভারতের যে যোগসূত্র রয়েছে তা মাথায় রেখেই নাকি এমনটা ভাবা হয়েছে বলে খবর। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র অর্জুন। পঞ্চপাণ্ডবদের তৃতীয় পাণ্ডব যাঁকে মন দিয়েছিলেন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা। তাই মহাভারতের থিমই রণদীপ ও লিনের বিয়ের জন্য ভাবা হয়েছে। যদিও বিয়ের অনুষ্ঠান মণিপুরে করলেও মুম্বইয়ে তারা রিসেপশন পার্টি দেবেন। সেখানে বলিউডের তারকারা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। বলিউডের কোনও বন্ধুবান্ধব নয়, একেবারে দুই পরিবারের উপস্থিতিতেই ঘরোয়া ভাবে বিয়ের আয়োজন করেছেন রণদীপ-লিন। বেশ কয়েক দিন ধরে ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে মণিপুরেই রয়েছেন অভিনেতা। বলি নায়কের বউকে চেনেন?

লিন লিন লাইশরাম শুধু মডেল নন অভিনয়ও করছেন দীর্ঘদিন। তাঁকে শেষ দেখা গিয়েছিল সুজয় ঘোষের জানে জান ছবিতে। যে ছবি দিয়ে ওটিটি-তে ডেবিউ করেন করিনা কাপুর খান লিনের চরিত্রটির নাম ছিল প্রেমা। লিন বলিউডে প্রথম কাজ করেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের ওম শান্তি ওমে। মেরি কমে তাঁকে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও লিনের নিজের একটি জুয়েলারি ব্র্যান্ডও রয়েছে।

বিয়ের আগে রণদীপ এবং লিন ইম্ফলের দুটো মন্দিরে যান। প্রার্থনা করেন। মণিপুরী খাবার দিয়েই সেজে ওঠে রণদীপের বিয়ের খাবারের মেনু। তবে দুএকটা পাঞ্জাবি খাবারও ছিল। যেহেতু রণদীপের প্রিয় কাবাব, সেহেতু বহু রকমের কাবাব ছিল অতিথিদের জন্য। পাশপাশি লিনের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রণদীপ বলেন, আমি চাই আমাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়। অনেক সন্তানে যাতে সংসার ভরে থাকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version