পিসিবি চেয়ারম্যান পদ থেকে অপসারিত রামিজ রাজা, ভারতকে চটিয়েই কী পদ হারালেন ?

।। প্রথম কলকাতা ।।

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রামিজ রাজাকে। আগামী চার মাসের জন্য ক্রিকেট বিষয়ক পরিচালনার জন্য ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন নাজাম শেঠি। কেন পিসিবির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল রামিজ রাজাকে? ক্রিকেট মহলে কান পাতলেই এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। অনেকে মনে করছেন ভারতের বিরুদ্ধে আঙ্গুল তোলাই কাল হল রামিজ রাজার। আইসিসিতে ভারতের বিরুদ্ধে গিয়ে আখেরে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার।

 

ভারতকে চটিয়ে আইসিসির রোষানলে পড়েই সরে যেতে হল রামিজ রাজাকে! চলতি বছরের অক্টোবর মাসে বিসিসিআই সচিব জয় শাহ জানান আগামী এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। প্রতিক্রিয়ায় পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট রামিজ রাজা জানান ভারত এশিয়া কাপ খেলতে না এলে পাক দলও ভারতে আয়োজিত আগামী বিশ্বকাপে খেলতে যাবে না। বিশ্বকাপ বয়কটের দাবি তোলেন রামিজ রাজা। পাকিস্তান বোর্ড প্রেসিডেন্টের এহেন মন্তব্যে ক্ষুব্ধ হয় আইসিসি।

 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন পাকিস্তান সফরে যান আইসিসি-র মুখ্য কার্যনির্বাহী অধিকারিক জিয়োফ অ্যালার্ডাইস। কথা বলেন বোর্ড প্রেসিডেন্ট রামিজ রাজার সঙ্গে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, রামিজ রাজা নাকি বলেছেন বিশ্বকাপ বয়কট নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভারতকে চাপে রাখতেই নাকি এহেন মন্তব্য করেছিলেন পাক বোর্ড প্রেসিডেন্ট। দুই দেশের তিক্ত সম্পর্কের অবনতির কারণে এই কথা বলেছিলেন রামিজ রাজা। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

 

২০২১ সালের সেপ্টেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কর্তৃক বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত হন রামিজ রাজা। ১৫ মাস পিসিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রামিজ রাজা তার পূর্বসূরি এহসান মানি পদ থেকে সরে যাওয়ার পর পিসিবির ৩৬ তম চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই সঙ্গে ইজাজ বাট (২০০৮-১১), জাভেদ বুরকি (১৯৯৪-৯৫) এবং আবদুল হাফিজ কারদার (১৯৭২-৭৭) এর পরে তিনি চতুর্থ প্রাক্তন ক্রিকেটার যিনি বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হন। টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর সরিয়ে দেওয়া হল রামিজ রাজাকে।

Exit mobile version