Raktabeej Official Poster: বাংলার সত্য ঘটনার আঙ্গিকে আসছে ‘রক্তবীজ’, প্রকাশ্যে ছবির পোস্টার

।। প্রথম কলকাতা ।।

Raktabeej Official Poster: স্বাধীনতা দিবসে সামনে এল ‘রক্তবীজ’ ছবির মূল পোস্টার। বড় পর্দায় আবার শিবপ্রসাদ এবং নন্দিতার ছবি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। ‘রক্তবীজ’ মুক্তি পাবে পুজোর সময়। যেখানে দেখতে পাবেন আপনার চেনা এক ঘটনার কাহিনী। প্রতিদিনের জীবনে আশেপাশে তো কত ঘটনাই ঘটে, যার মধ্যে কিছু কিছু ঘটনা তৈরি করে গভীর ক্ষত। আবার কোন ঘটনা ছাপ রেখে যায় মননে। সেইরকমই এক সত্য ঘটনার ছবি দেখতে পাবেন এবার সিনেমার পর্দায়।

এই পুজোয় উইনডোজ প্রোডাকশনের রক্তবীজ ছবি হতে চলেছে ধামাকাদার। উইন্ডোজ এবং সঞ্জয় আগারওয়াল নিবেদিত ছবিটিতে একদিকে রয়েছে রোমাঞ্চ, অপরদিকে রয়েছে সত্য ঘটনার আঙ্গিকে থ্রিলার। মূলত ২০১৪ সালে বর্ধমানের এক বিস্ফোরণের ঘটনার আঙ্গিকে ছবিটি তৈরি হয়েছে। এই ঘটনা বাংলা তথা গোটা দেশকে নাড়া দিয়েছিল। পদ্মভূষণ প্রাপক ভিক্টর ব্যানার্জি যিনি রোমান পোলানস্কি, জেমস আইভরি, স্যার ডেভিড লিন, জেরি লন্ডন, রোনাল্ডো নিম, সত্যজিৎ রায় মৃণাল সেন এবং শ্যাম বেনেগালের সাথে কাজ করেছেন তিনি এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও দেখা যাবে আবির চ্যাটার্জী, মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, দেবাশীষ মণ্ডল, দেবলীনা কুমার প্রমুখ শিল্পীকে।

সেদিন পুজোর সময় বর্ধমানে ঠিক কি ঘটেছিল ? নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে? ২০১৪ সালের ২ অক্টোবর, সেদিন ছিল মহাঅষ্টমী। বর্ধমানের খাগড়াগড় এলাকার একটা দ্বিতল ভবনে বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা খবর দিলে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কিন্তু ভবনের ভিতরে থাকার দুই মহিলা তাদের প্রবেশে বাধা দেয়। পাশাপাশি ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং বেশকিছু নথিপত্র নষ্ট করে দেয়। পরে তাদের পুলিশ গ্রেফতার করে। বাড়িটি থেকে উদ্ধার হয় প্রায় পঞ্চাশটির বেশি ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। দুর্গাপুজোর সমাবেশে এই মুখোশধারীরা কারা? তার উত্তর রয়েছে ছবিটিতে।

এই ঘটনার কথা এখনো ভোলেনি বাংলার মানুষ। ছবিটি নন্দিতা এবং শিবপ্রসাদের পুজোয় মুক্তি পাওয়া প্রথম ছবি। সম্প্রতি প্রকাশ্যে আসা রক্তবীজ এর পোস্টার ছবির অভিনেতাদের সাহস, দৃঢ় প্রত্যায় এবং সংকল্পের প্রতীক। ছবিটি প্রসঙ্গে অভিনেতা আবির চট্টোপাধ্যায় জানান, রক্তবীজ তার জন্য সবথেকে চ্যালেঞ্জিং ছবিগুলোর একটি। এই প্রথম তিনি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির নির্দেশনায় কাজ করলেন। ছবিটির জন্য বহু মানুষ পরিশ্রম করেছেন। ছবিটি করার সময় অভিনেতা প্রত্যেকটি স্টান্ট উপভোগ করেছেন। সাপোর্ট পেয়েছেন মিমির কাছ থেকে। ছবিতে প্রত্যেকেই প্রত্যেকের সেরাটা দিয়েছেন। এটা শুধুমাত্র ছবির ফার্স্ট লুক। আশা করছেন, ছবিটি দর্শকদের ভালো লাগবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version