IPL 2023: তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ৩,০০০ রান পূর্ণ করলেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার

।। প্রথম কলকাতা ।।

 

IPL 2023: বুধবার, ১২ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৩,০০০ রান স্পর্শ করলেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ওপেনার জস বাটলার (Jos Buttler)। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন ইংলিশ ব্যাটার। বাটলারের আগে রয়েছেন শুধুমাত্র ক্রিস গেইল এবং কেএল রাহুল। যারা যথাক্রমে ৭৫ এবং ৮০ ইনিংসে ৩,০০০ আইপিএল রান করেছিলেন।

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার জস বাটলার। ২০১৬ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি ২০১৮ সালে রাজস্থান রয়্যালস-এ যোগ দেন। বাটলার টুর্নামেন্টের ২০২২ সালের সংস্করণে ১৭ ম্যাচে ৮৬৩ রান করেছিলেন। এবং একটি বিশাল ব্যবধানে কমলা ক্যাপ জিতেছিলেন। বাটলার ২০২৩ মরসুম শুরু করেছিলেন আক্রমণাত্মক ইনিংসে। ২ ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন।

 

আইপিএলে ৩,০০০ রান ছুঁতে বাটলারের প্রয়োজন মাত্র ১৭ রান এবং খেলার ৭তম ওভারে লক্ষ্যে পৌঁছে যান তিনি। অনেক বিদেশী ব্যাটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাদের চিহ্ন রেখে গেছেন। কিন্তু মাত্র ৬ জন বিদেশি ব্যাটার এর আগে টুর্নামেন্টে ৩,০০০ রান অতিক্রম করেছিল। ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস এবং কাইরন পোলার্ডের পর সপ্তম ব্যাটার হিসেবে এবার এলিট লিস্টে যোগ দিলেন জস বাটলার।

Exit mobile version