Pori Moni-Razz: ‘রাজ আমার কথা শুনছে’, স্বামীর অভ্যাসে কতটা পরিবর্তন আনতে পেরেছেন পরীমণি?

।। প্রথম কলকাতা।।

Pori Moni-Razz: ২২-এর শেষ আর ২৩-এর শুরু, সংবাদপত্রের শিরোনামে দুটোই নাম, পরীমণি আর শরীফুল রাজ। নতুন বছরের শুরুতে জানা যায়, দুই তারকার সম্পর্কে ফাটল ধরেছে। স্বামীর সংসার ছেড়েছেন অভিনেত্রী। প্রায় এক সপ্তাহ ধরে দু’জনের সম্পর্ক নিয়ে নানা লেখালেখি হয় সংবাদমাধ্যমে। কিন্তু সপ্তাহখানেকের টানাপোড়েনের পর আবার জোড়া লেগেছে দু’জনের সম্পর্ক।

ঘরে ফেরার পর ‘প্রথম আলো’ সংবাদমাধ্যমকে পরিমণি (Pori Moni) জানিয়েছিলেন, সন্তানের দিকে তাকিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁর এই চেষ্টায় রাজকেও এগিয়ে আসতে হবে। তাঁদের সম্পর্ক বজায় রাখতে রাজকে (Sariful Razz) কিছু অভ্যাসে পরিবর্তন আনতে হবে। আর সেভাবেই তাঁকে বোঝাচ্ছেন তিনি। তাহলে এতদিনে তাঁর চেষ্টার কি কিছু ফল পাওয়া গিয়েছে?

সংবাদমাধ্যমের পক্ষ থেকে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, ‘প্রথমদিকে বিষয়গুলি নিয়ে রাজের সঙ্গে কথা বললে ও পাগলামি করেছে। বেশ কয়েকদিন হয়ে গেল আস্তে আস্তে ও নিজের ভুল বুঝতে পারছে। এখন মোটামুটি ঠিকঠাক হয়েছে। আমার কথা রাজ শুনছে। একদিনে তো আর সব অভ্যাস পরিবর্তন করা যায় না, একটু সময় তো লাগবেই’। গত ১০ জানুয়ারি রাজ্যের বয়স পাঁচ মাস পূর্ণ হয়েছে। আর সেই উপলক্ষে দু’জনে একসঙ্গে বাড়িতে কেক কেটে ছেলের জন্মদিন উদযাপন করেছেন। অভিনেত্রীর কথায়, ‘রাজ রঙিন বেলুন দিয়ে ঘর সাজিয়েছিল। রাতে দু’জনে মিলে বাবুর সঙ্গে কেক কেটেছি। প্রতিদিনই একটু একটু করে বড় হচ্ছে রাজ্য। এইতো সেদিন রাজ্যের জন্ম দিয়েছি। অবাক লাগে, দেখতে দেখতে পাঁচ মাস কেটে গিয়েছে। শুয়ে শুয়ে প্রতিদিনই নতুন নতুন অ্যাক্টিভিটি করছে সে। ওঁর দিকে তাকিয়ে তাকিয়ে সেসব দেখি, কী যে ভালো লাগে’।

ছেলের পরিবর্তন নিয়ে পরীমণি বলেছেন, আগে ও সারারাত ঘুমাতো, সকাল ছ’টায় উঠে পড়ত। এখন সারারাত জেগে থাকে, সকালে ঘুমায়। যে কারণে আমাদের দু’জনকেও জেগে থাকতে হয়। চলতি মাসের আগামী ২০ তারিখ অভিনেত্রীর নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ (Adventure Of Sundarban) মুক্তি পাচ্ছে। যার প্রচারে রয়েছেন পরী। ইতিমধ্যেই ঢাকার বেশ কয়েকটি স্কুলে প্রচার সেরেছেন। শীঘ্রই চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে তাঁর। সিনেমার প্রচারেও সন্তানকে সঙ্গে রাখেন ঢাকাই ইন্ডাস্ট্রির (Dhallywood Industry) এই নায়িকা। তাঁর বক্তব্য, ছবির প্রচারের সময় রাজ্য কোনও কান্নাকাটি করে না। মনে হয় ও যেন বিষয়টা উপভোগ করছে।

 

 

Exit mobile version