Rahul-Rooqma: রাহুলকে লাভ ইমোজি রুকমার! কিসের ইঙ্গিত? ঝড় নেট দুনিয়ায়

।। প্রথম কলকাতা ।।

Rahul-Rooqma: নতুন ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন রুকমা রায়। তাঁকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট রাহুল বন্দ্যোপাধ্যায়ের। আর তারপর থেকেই শুরু জোর গুঞ্জন। পালটা কী বললেন অভিনেত্রী? ৩ জুলাই থেকে শুরু হচ্ছে রূপসাগরে মনের মানুষ ধারাবাহিক। যার মুখ্য চরিত্রে থাকছেন রুকমা রায়।

সান বাংলার এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরছেন রুকমা। শেষবার নষ্টনীড় ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। তার আগে OTT-র পর্দায় একাধিক কাজ করেছেন অভিনেত্রী। টিভিতে তাঁর শেষ কাজ ছিল লালকুঠি। যে ধারাবাহিকে রাহুল বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। এবার পূর্ণার বেশে ছোটপর্দায় কামব্যাক করছেন রুকমা। গোটা শহর ছেয়ে গিয়েছে তাঁর নয়া সিরিয়ালের ফ্লেক্সে। একটি বিজ্ঞাপনের ছবি শেয়ার করে রুকমাকে শুভেচ্ছা জানালেন তাঁর একসময়ের সতীর্থ রাহুল।

সোশ্যাল মিডিয়ায় রূপসাগরে মনের মানুষের বিজ্ঞাপনী ফ্লেক্সের ছবি শেয়ার করে ট্যাগ করে রাহুল লেখেন, ‘খুব ভালো হোক পাগলি।’ চুপ থাকেননি অভিনেত্রীও। কমেন্ট বক্সে তাঁর প্রত্যুত্তর, ‘থ্যাঙ্ক ইউ সখী। ‘সঙ্গে লাভ ইমোজি জুড়তে ভোলেননি তিনি। হঠাৎ লাভ ইমোজি কেন সেই নিয়ে প্রশ্ন নেটিজেন দের। আসলে প্রিয়াঙ্কার সঙ্গে আলাদা থাকার পর অভিনেতা রাহুলের সঙ্গে প্রথম নাম জড়ায় সন্দীপ্তার। এরপর সেই গুজবকে ধামাচাপা দিয়ে রুকমা রায় সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন রাহুল সেরকম গুঞ্জন শুরু হয়েছিল। দেশের মাটি ও লাল কুঠি সিরিয়ালে রাহুল রুকমা জুটি দর্শকদের কাছে দারুন জনপ্রিয় হয়ে উঠেছিল। এই দুই তারকার সোশ্যাল মিডিয়া পেজে একে অপরের সঙ্গে বহু ছবি রয়েছে। কিছুদিন আগেই রাহুল রুপমা একসঙ্গে ছবি দেওয়ার পর নেটিজেন দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় যে আবার তারা একে অপরের কাছাকাছি এলেন নাকি। আর এবার রুকমাকের শুভেচ্ছা জানাতেই অনেকে প্রশ্ন তুলছেন। নতুন কিছুর ইঙ্গিত নয় তো। আবার অনেকেই মনে করছেন এটা শুধুমাত্রই বন্ধুত্ব।

রাহুল-রুকমার এই সৌজন্য বিনিময় মনে ধরেছে নেটিজেনদের বড় অংশের। দেশের মাটির সময় থেকেই রাহুল এবং রুকমার জুটিকে পছন্দ করে আম জনতা। ২০২২ সালে ওই সিরিয়াল শেষ হয়ে গেলেও রাজা ও মাম্পির জুটিকে ভোলেননি ফ্যানেরা। আজও সোশ্যাল মিডিয়ায় ওই দম্পতির ফ্যানপেজ রয়েছে। তাছাড়া সেই সময় থেকেই মনে করা হতো, রাহুল এবং রুকমার মধ্যে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু আছে। যদিও বারবার বিষয়টি অস্বীকার করেছেন দুই তারকা। কয়েক বছর আগে সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে রুকমা প্রসঙ্গে রাহুল বলেছিলেন, ‘রাজা আর মাম্পির কেমিস্ট্রি দর্শকের মনে ধরেছে জানি। তাই হয়ত আমাদের সম্পর্ক নিয়ে অনেক কথা হয়। তবে রুকমা আমার বোনের মতো।’

গত বছর জন্মদিনের পার্টিতে একসঙ্গে রাহুল রুকমাকে দেখা গিয়েছিল। অভিনেত্রীর গালে চুমু খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাহুল। যা দেখে আবারও তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। একবার তো রটে গিয়েছিল তাঁদের বিয়েও হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিষয়গুলিকে একেবারেই পাত্তা দেন না দুই তারকা। বন্ধুত্বের খাতিরে মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায় তাঁদের। কিছুদিন আগে লালকুঠি ধারাবাহিকের অভিনেতারা রিইউনিয়নের আয়োজন করেছিলেন। ইনস্টাগ্রামে ওই মোলাকাতের ছবি শেয়ার করেছিলেন রুকমা। সেখানে অন্যদের সঙ্গে রাহুলও ছিলেন। এবার ফের রাহুলের পোস্ট ঝড় তুলল নেট দুনিয়ায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version