নীরবে কোচের পদ ছাড়তে চলেছেন রাহুল দ্রাবিড়! বিরাটদের হেডস্যার হওয়ার দৌড়ে এগিয়ে কে?

।। প্রথম কলকাতা ।।

তিনি বরাবরই নীরব যোদ্ধা। পর্দার আড়ালে থাকতেই তিনি বেশি পছন্দ করেন। ক্রিকেট জীবনের পুরোটা সময় মহাতারকাদের গ্ল্যামারের ছটায় পর্দার পিছনেই থেকে গেছেন তিনি। অনেকটা সেই মেঘে ঢাকা তারার মতো। তিনি হলেন রাহুল দ্রাবিড়। সেই নীরব মানুষটাই এবার এবার নীরবেই ভারতীয় দলের কোচের পদ ছাড়তে চলেছেন। এবারের বিশ্বকাপে দ্রাবিড়ের কোচিংয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছিল। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল রোহিত-বিরাটরা। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বিপর্যস্ত হয় ভারতীয় দল। সেই পরাজয়ের ধাক্কা গোটা দেশে ইতিমধ্যেই সুনামির মতো আছড়ে পড়েছে।

সেই যন্ত্রণায় বিদ্ধ টিম ইন্ডিয়ার হেড স্যার রাহুল দ্রাবিড়ও। শোনা যাচ্ছে, এবার তিনি দায়িত্ব থেকে ইস্তফা দিতে পারে। যদিও বিশ্বকাপের ফাইনালের দিনই ভারতীয় দলে তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। জানা গেছে রাহুল দ্রাবিড় আর ভারতীয় দলের কোচ থাকতে আগ্রহী নন। বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে বিশ্বকাপের পর গোটা সিনিয়র দলকে ছুটি দেওয়া হয়েছে। ছুটি দেওয়া হয়েছে গোটা কোচিং স্টাফকেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে এনসিএ প্রধান ভিভিএস লক্ষণকে।

শোনা গেছে দ্রাবিড়ের সঙ্গে আলোচনাও চেয়েছিলেন জয় শাহরা। কিন্তু সূত্রের খবর, চুক্তি শেষ হওয়ার পর রাহুল দ্রাবিড় নিজেই নাকি তা পুনর্নবীকরণ করতে ইচ্ছুক নন। আসলে রোহিতদের হেডস্যার নিজের পরিবারকে সময় দিতে চান। সারাবছর বাড়ির বাইরে বাইরে আর কাটাতে চাইছেন না তিনি। হয়তো ফের এনসিএ প্রধানের পদে ফিরতে চাইবেন নয়তো আইপিএলের কোন একটি ফ্রাঞ্চাইজির কোচিং স্টাফে যোগ দিতে পারেন। তাহলে অন্তত পরিবারকে ছেড়ে বাইরে কাটাতে হবে না। যদিও এই বিষয়ে বিসিসিআই বা রাহুল দ্রাবিড় কেউই মুখ খোলেননি। দ্রাবিড় কোচিং ছাড়লে রোহিতদের হেডস্যার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তারই একসময়ের সতীর্থ ভিভিএস লক্ষণ।

আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আপাতত হেড কোচ হিসেবে রয়েছেন লক্ষণ। এর আগেও দ্রাবিড়ের অনুপস্থিতিতে জাতীয় দলের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গত বছর টি-২০ সিরিজের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে তিনি কোচের দায়িত্ব সামলেছেন। সাফল্যও পেয়েছেন। তবে লক্ষণ জাতীয় দলের কোচ হবেন কিনা তা সময় বলবে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version