Border-Gavaskar Trophy: Border-Gavaskar Trophy: ইন্দোরের পিচের জন্য আইসিসির খারাপ রেটিং, প্রতিক্রিয়ায় ‘না’ রাহুল দ্রাবিড়ের

।। প্রথম কলকাতা ।।

 

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের জন্য ব্যবহৃত পিচকে ‘নিম্নমানের রেটিং’ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মাত্র ২ দিন একঘন্টার ম্যাচে ৯ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। হোলকার স্টেডিয়ামের পিচটি খারাপের কারণে ৩ ডিমেরিট পয়েন্ট পেয়েছে। চতুর্থ টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ খুললেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

 

দ্রাবিড় বলেন, “আমি এটাতে খুব বেশি যাব না। ম্যাচ রেফারি তার মতামত শেয়ার করার অধিকারী। আমি একমত হই বা না হই তাতে কিছু যায় আসে না। আমি যা ভাবি তাতে কিছু যায় আসে না। কিন্তু কখনও কখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ঝুঁকিতে থাকে, তখন আপনি এমন উইকেটে খেলার প্রবণতা রাখেন যা ফলাফল দেয়।”

 

তিনি আরও বলেন, “এটা ঘটতে পারে, শুধুমাত্র ভারতে নয়, সারা বিশ্বে আপনি যদি দেখেন, কখনও কখনও সেই ভারসাম্যটি সবার জন্য পুরোপুরি সঠিক করা কঠিন এবং এটি কেবল এখানেই নয়, অন্যান্য জায়গায়ও ঘটতে পারে।”

 

রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা ব্যতীত, অন্য কোন টপ-অর্ডার ব্যাটাররা এখন পর্যন্ত ৩-টেস্ট সিরিজে তাদের শুরুকে উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। যা ভারতীয় দলে এখন চিন্তার বিষয়। বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ এবং শেষ টেস্টটি ৯ মার্চ থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর সকলেই আহমেদাবাদের পিচের দিকে তাকিয়ে রয়েছেন। এই টেস্ট ম্যাচই নির্ধারণ করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোন দল মুখোমুখি হবে।

Exit mobile version