Rachana Banerjee and Didi No 1: টানা ১০ ঘন্টা শুটিংয়ে থাকেন রচনা ব্যানার্জি, নিজের যত্নে কী কী করেন?

।। প্রথম কলকাতা ।।

Rachana Banerjee and Didi No 1: দিদি নম্বর ১ সেটে ১০ ঘণ্টা টানাশুটিং করেন রচনা ব্যানার্জি। বয়স ধরতে পারবেন না। কীভাবে নিজের যত্ন নেন? নিজের সব দরকারি জিনিস সঙ্গেই রাখেন রচনা। দিদি নম্বর ১ লেখা পোডিয়ামের অন্য দিকে কী কী নিয়ে দাঁড়িয়ে থাকেন ? সকাল থেকে রাত শুটিংয়ে কোন রুটিন মানেন অভিনেত্রী? সময়ের সঙ্গে সঙ্গে টলিপাড়ার দিদি হয়ে উঠেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঞ্চালিত শো দিদি নম্বর ১। মাঝে জুন মালিয়া, দেবশ্রী রায়ের মতো অনেকেই এসেছেন সঞ্চালক হিসাবে, কিন্তু রচনার জনপ্রিয়তাকে কেউ টেক্কা দিতে পারেনি। তাই আবার রচনাকেই ফিরিয়ে আনা হয়। এই শো তাকে ছাড়া যেন সম্পূর্ণ নয়। কিন্তু এর শুটিং করতে গিয়ে রচনা ব্যানার্জীর কতটা পরিশ্রম হয় তার খবর কি আপনি রাখেন? মুখের হাসি দেখে কেউ বুঝতেই পারবে না। দিনে ১০ থেকে ১২ ঘন্টা শুটিং সেটেই তাকে কাটাতে হয়।

দিদি নম্বর ১ লেখা পোডিয়ামের সামনেই বহু ক্ষণ দাঁড়িয়ে দিদিদের গল্প শোনেন অভিনেত্রী। সেখানেই থাকে তার যাবতীয় দরকারি জিনিস। সেটে ঢুকে পোডিয়ামের দিকে এগোলে প্রথমেই যেটা চোখে পড়বে তা হল ছোট্ট একটা টেবিল। শটের ফাঁকে সেখানে বসেই মাঝে মাঝে বিশ্রাম নেন রচনা। টানা এত ঘণ্টা দাঁড়িয়ে থাকা বেশ কঠিন। তাই ক্যামেরা বন্ধ হলেই এই টেবিলে বসে একটু জিরিয়ে নেন নায়িকা। এত ক্ষণ শুটিং করলে খিদে তো পাবেই। তাই হাতের কাছে নিজের প্রয়োজনীয় সব কিছুই রেখে দেন রচনা। সেখানে সবটা সাজানো লাইন দিয়ে।

সেটে রচনার ছোট্ট সংসারে কী কী থাকে?

দুটো টিফিনের বাক্স, চায়ের কাপ খাতা এবং পেনসিল একটা ছোলা এবং একটা হজমির কৌটো। খাতায় লিস্ট দিয়ে লেখা বেশ কিছু ফলের তালিকা। এ ছাড়াও লেখা রয়েছে শো-তে যে খেলাগুলো হয়। তার বেশ কিছু নিয়মকানুন।

সৌন্দর্যটা এখনও ঠিক আগের মতই ধরে রেখেছেন তিনি। প্রায় ৫০ এর দোরগোড়ায় পৌঁছেও রচনা আজও এত সুন্দরী কীভাবে? রচনা ব্যানার্জি ভীষণ কাজ পাগল মানুষ। কাজ ছাড়া তিনি থাকতেই পারেন না। রচনা ৪৮ ঘন্টা না থেমে কাজ করে যেতে পারেন। কাজ করলেই তিনি ফিট থাকেন। পরিমাণ বুঝে খান রচনা একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। তিনি সব কিছু খেতে পছন্দ করেন তবে তা অল্প পরিমাণে। বেশি বেশি করে খাবার খাওয়ার দিকে। তিনি মোটেও ঝোঁকেন না। তেল জাতীয় খাবার বা বাইরের খাবার পছন্দ নয় রচনার।

বরাবরই রচনা পছন্দ করেন ফল খেতে। তাই তিনি বরাবরই ফল খেয়ে থাকেন। গরম কালে একটু বেশি পরিমাণ। মাঝেমধ্যে ছেলেকে নিয়েই বেরিয়ে পড়েন দেশে-বিদেশে নানা জায়গায় ঘুরতে। সম্প্রতি তিনি ছেলেকে নিয়ে বিদেশ সফরে ইউরোপ গিয়েছেন।বেশিরভাগ সময়ে রচনা শ্যুটিংয়ে ব্যস্ত থাকেন। কিন্তু তার বাইরে রচনা সময় তুলে রাখেন ছেলের জন্য।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version