Dev Joshi: অভিনয় ছেড়ে চাঁদে পাড়ি! ইলন মাস্কের সংস্থার রকেটে যাত্রা দেব জোশির

। প্রথম কলকাতা।।

Dev Joshi: ছোটদের কাছে ‘বাল বীর’ নামে বেশ পরিচিতি তাঁর। বড় পর্দাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার চাঁদে পাড়ি দেবেন এই অভিনেতা। পুরো নাম দেব দুশ্যন্তকুমার জোশি। টিভির পর্দায় তাঁর অভিনয় সকলের কাছে প্রশংসিত হয়েছে। এবার ২০২৩-এ ‘স্পেসএক্স’ সংস্থার রকেটে চাঁদে পাড়ি দেবেন দেব (Dev Joshi)।

প্রসঙ্গত, ইলন মাস্কের (Elon Musk) ‘স্পেসএক্স’ সংস্থার ‘বিগ ফ্যালকন রকেট’-এর প্রথম ক্রেতার নাম আগেই জানা গিয়েছিল। ‘আন্দবাজার পত্রিকা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিনি হলেন জাপানের ধনকুবের ইউসাকু মেইজাওয়া। রিপোর্ট অনুযায়ী, ২০২৩-এ বিএফআর রকেটে চেপে চাঁদে পাড়ি দেওয়ার পরিকল্পনা করেন ইউসাকু। আর সেই যাত্রায় তাঁর যাঁরা সঙ্গী হবেন, তাঁদের মধ্যেই রয়েছেন ভারতীয় নাগরিক দেব জোশি। ২০০০ সালের ২৮ নভেম্বর গুজরাটে জন্ম এই অভিনেতার। শৈশব থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তাঁর। তিন বছর বয়স থেকে মঞ্চে অভিনয় করছেন তিনি। নাটক, বিজ্ঞাপন থেকে শুরু করে বিভিন্ন গুজরাটি শোতে তাঁকে দেখা গিয়েছে। ৯ বছর বয়সে ‘মহিমা শনি দেব কি’ (Mahima Shani Dev Ki) ধারাবাহিকে শুক্র চরিত্রে দেখা যায় তাঁকে।

‘দেবো কে দেব মহাদেব’ (Devon Ke Dev…Mahadev), ‘কাশি অব না রহে তেরা কাগজ কোরা’র মত ধারাবাহিকে নিজের অভিনয় প্রতিভা দেখিয়েছেন দেব। কিন্তু এবার অন্য দিকে মোড় নিচ্ছে তাঁর জীবন। ‘বাল বীর’ (Baal Veer) নামের হিন্দি ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। দর্শক মহলে তাঁর সেই চরিত্র সাড়া ফেলে দিয়েছিল। টানা চার বছর ধারাবাহিকটি সম্প্রচারিত হয়েছে। এমনকি দেবের অভিনয় এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে ২০১৯-এ ‘বালবীর’ চরিত্রের উপর ভিত্তি করে ‘বালবীর রিটার্নস’ (Baalveer Returns) নামে ধারাবাহিক শুরু হয়। এরপর ২০২০-তে ‘আলাদিন নাম তো শুনা হোগা’ ধারাবাহিকে ক্যামিয়ৈ চরিত্রে আনা হয় তাঁকে।

এরকম একাধিক ধারাবাহিকে নিজের অভিনয় প্রতিভা দেখিয়েছেন দেব। তাছাড়া শুধু ছোট পর্দায় নয়, জাভেদ আলি এবং তর্শের মতো নামি গায়কের সঙ্গে মিউজিক ভিডিওয় কাজ করেছেন। এখনও পর্যন্ত ২০টি গুজরাটি (Gujarati) ছবিতে অভিনয় করেছেন। ২০১৯-এ তাঁকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পক্ষ থেকে ‘বাল শক্তি পুরস্কার’ দেওয়া হয়। এবার তাঁর চাঁদে যাওয়ার কথা জানতে পেরে উচ্ছ্বসিত তাঁর ভক্তকূল। খুব শীঘ্রই চাঁদে পাড়ি দিতে চলেছেন অভিনেতা। তাঁর সঙ্গী হবেন আমেরিকার ডিজে এবং প্রযোজক স্টিভ আওকি, আমেরিকার ইউটিউবার টিম ডড, চেজ রিপাবলিকের শিল্পী ইয়েমি এডি, আয়ারল্যান্ডের চিত্রগ্রাহক রিহানন অ্যাডাম সহ আরও অনেকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version