UEFA Champions League: বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচের আগে বড় ধাক্কা পিএসজির

।। প্রথম কলকাতা ।।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের আগে বড় ধাক্কা পেল পিএসজি। উরুর চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতীয় সময় রাত দেড়টায় বায়ার্নের মুখোমুখি হবে প্যারিসের দলটি। বুধবার মন্টপেলিয়ারে পিএসজির ৩-১ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধে পিএসজি দলের অন্যতম সেরা খেলোয়াড় এমবাপে চোট পান।

 

পিএসজি ৪ ফেব্রুয়ারী থেকে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলবে। বায়ার্নের বিরুদ্ধে ম্যাচ ছাড়াও ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোর ম্যাচে অলিম্পিক ডি মার্সেইয়ের বিপক্ষে মুখোমুখি হবে। সেই ম্যাচেও পাওয়া যাবে না ফরাসি তারকাকে। পিএসজি জানিয়েছে, “পরীক্ষার পর, কিলিয়ান এমবাপে ফেমোরাল বাইসেপের স্তরে বাম উরুতে চোট পেয়েছেন।”

 

তবে বায়ার্নের বিরুদ্ধে শুধুমাত্র এমবাপের চোটই যে একমাত্র চিন্তা পিএসজির তা কিন্তু নয়। প্যারিসের দলটিকে ভাবাচ্ছে ডিফেন্ডার সের্জিও রামোসের চোট। তবে তার আঘাতের পরিমাণ নির্ধারণের জন্য বৃহস্পতিবার তাকে আরও পরীক্ষা করা হবে।

Exit mobile version