Priyotoma: ‘বেদের মেয়ে জোসনা’র রেকর্ড ভাঙছে ‘প্রিয়তমা’! সাফল্যের বন্যা, আয় কোটি কোটি টাকা

।। প্রথম কলকাতা ।।

Priyotoma: ৩৪ বছরের পুরনো রেকর্ড ভাঙতে চলেছে। ‘বেদের মেয়ে জোসনা’ কে তাহলে কি ছাপিয়ে যাবে ‘প্রিয়তমা’ ? এতদিন পর্যন্ত বাংলাদেশে সর্বাধিক আয়ের সিনেমা হিসেবে পরিচিত ছিল ‘বেদের মেয়ে জোসনা’। এবার গুঞ্জন উঠেছে, সেই রেকর্ড ভেঙে দেবে ঈদে মুক্তি পাওয়া শাকিব খান এবং ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। ছবিটি মুক্তি পেয়েছে প্রায় তিন সপ্তাহ হয়ে গিয়েছে। এখনও বাংলাদেশসহ বিভিন্ন দেশে ছবিটি বেশ প্রশংসিত। রমরমিয়ে ব্যবসাও করছে।

‘বেদের মেয়ে জোসনা’ ছবিটি প্রদর্শিত হয়েছিল প্রায় বারোশোটি সিনেমা হলে। ১৯৮৯ সালে তোজাম্মেল হক বকুলের এই ছবিতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ। ছবিটি দুই বাংলাতে ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই সময় ছবিটি আয় করেছিল, প্রায় কুড়ি কোটি টাকা। শুধু ছবিটি নয়, ছবিটির প্রত্যেকটি গানই সুপারহিট। এখনো পর্যন্ত বাংলা সিনেপ্রেমী মুখে মুখে গান গুলো ঘোরে।

‘বেদের মেয়ে জোসনা’র ৩৪ বছর পর ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে ১০৭ টি হলে। এছাড়াও সবমিলিয়ে দেশ এবং দেশের বাইরে চলছে মোট ১৫২ টি হলে। যেভাবে ব্যবসায়ীক ক্ষেত্রে সিনেমাটি দ্রুত সফলতা পাচ্ছে। অনেকেই ধারণা করছেন , হয়তো শাকিব খানের এই ছবি ‘বেদের মেয়ে জোসনা’র রেকর্ড ভেঙে দেবে। প্রিয়তম সিনেমার আয় কত, এই নিয়ে ছবিটির পরিচালক হিমেল আশরাফ একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, বাংলাদেশে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় হয়েছে ১০ কোটি ৩০ লক্ষ টাকা আর দ্বিতীয় সপ্তাহে হল বাড়লে আয় হয়েছে ৮ কোটি ৫৫ লক্ষ টাকা।

এখানে একটা কথা বলে রাখা ভালো। ৩৪ বছর আগের টাকার মান আর মুদ্রাস্ফীতি এখনকার টাকার দরের সঙ্গে তুলনা করা একটু বোকামো। সেই দিক থেকে বাংলাদেশে সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে হয়ত ‘বেদের মেয়ে জোসনা’ই থেকে যাবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version