Orleans Masters: চলতি বছরে BWF সফরে একক শিরোপা জয়ী প্রথম ভারতীয় হিসেবে ওরেলান্স মাস্টার্স জিতলেন প্রিয়াংশু

।। প্রথম কলকাতা ।।

Orleans Masters: ২০২৩ সালে একটি একক শিরোপার জন্য ভারতের অপেক্ষার অবসান ঘটালেন প্রিয়াংশু রাজাওয়াত (Priyanshu Rajawat)। ৯ এপ্রিল রবিবার অরলিন্স মাস্টার্স সুপার ৩০০ (Orleans Masters Super 300) টুর্নামেন্ট জিতলেন ভারতের এই তরুণ শাটলার। ফ্রান্সে পুরুষদের একক ফাইনালে ২১ বছর বয়সীদের লড়াইয়ে প্রিয়াংশু বিশ্বের ৪৯ নম্বর ম্যাগনাস জোহানেসেনকে পরাজিত করেন।

২১ বছর বয়সী প্রিয়াংশু রাজাওয়াত ফাইনালে এক ঘন্টা ৮ মিনিটের লড়াইয়ে ২১-১৫, ১৯-২১, ২১-১৬ গেমে জয়লাভ করেন। ভারতীয় শাটলার প্রিয়াংশু ওরেলান্স মাস্টেসে দুর্দান্ত ফর্মে ছিলেন কারণ তিনি শিরোপা জয়ের পথে বিশ্বের ১২ নম্বর কেন্টা নিশিমোটোর বিরুদ্ধে একটি বড় জয় অর্জন করেছিলেন।

গত সপ্তাহে মাদ্রিদ স্পেন মাস্টার্সে পিভি সিন্ধু রানার আপ হওয়ার পর চলতি বছরে দ্বিতীয় ভারতীয় শাটলার হিসেবে ফাইনালে ওঠেন প্রিয়াংশু। ফাইনালে ডেনমার্কের ম্যাগনাস জোহানেসেনকে হারিয়ে এদিন প্রিয়াংশু তার প্রথম সুপার ৩০০ খেতাব জিতেছেন। ২১ বছর বয়সী ভারতীয় এই শাটলার ২০২২ সালে ভারতের থমাস কাপ জয়ী দলের অংশ ছিলেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version