IND vs NZ: কিউইদের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেতে পারেন পৃথ্বী শ, দেখুন সম্ভাব্য একাদশ

।। প্রথম কলকাতা ।।

 

রবিবার লখনউতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছয় উইকেটে জয়লাভ করে তিন ম্যাচের সিরিজ ১-১-এ সমতায় এনেছে ভারত। ম্যাচটি একটি লো স্কোরিং থ্রিলার ম্যাচে পরিণত হয়েছিল। দুই দলই ব্যাট হাতে সেইভাবে রান তুলতে পারেনি। নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ৯৯ রান তোলে। নাটকীয় এই ম্যাচে কিউইদের ৬ উইকেটে পরাজিত করে হার্দিক পান্ডিয়ার দল।

 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল তথা শেষ ম্যাচে চমক অপেক্ষা করছে সমর্থকদের কাছে। শুভমান গিলের জায়গায় দলে আসতে পারেন পৃথ্বী শ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের এই তরুণ তারকা। পৃথ্বীর সঙ্গে ওপেন করবেন ঈশান কিষান। যদিও ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ছন্দে নেই ভারতের এই ব্যাটার। চাহালের জায়গায় দলে আসতে পারেন উমরান মালিক। বাকি দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।

 

অন্যদিকে ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর বলেন, “যদি ভারত একটি পরিবর্তন বিবেচনা করে, হয়ত পৃথ্বী শ শুভমান গিলের জন্য আসতে পারে কারণ সে ভাল ফর্মে রয়েছে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আরও উপযুক্ত। তবে অন্যথায়, আমি ঈশান কিষাণ এবং রাহুল ত্রিপাঠীকে নিয়ে খুব একটা চিন্তিত নই।”

 

অন্যদিকে চাহাল প্রসঙ্গে তিনি বলেন, “নিউজিল্যান্ড স্পিনের বিরুদ্ধে লড়াই করছে, তাই চাহালকে কাজে লাগালে ভালো হবে। প্রাক্তন ক্রিকেটার আরও বলেছিলেন যে ওমরান সংক্ষিপ্ততম ফর্ম্যাটে লড়াই করে এবং টি-টোয়েন্টিতে সাফল্যের জন্য প্রয়োজনীয় বৈচিত্রগুলি এখনও শিখতে পারেনি।”

 

একনজরে ভারতের সম্ভাব্য একাদশ :
পৃথ্বী শ, ঈশান কিষান (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াসিংটন সুন্দর, শিবম মাভি, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল/উমরান মালিক।

Exit mobile version