Kargar 2: ‘কারাগার ২’-এ নতুন লুকে চঞ্চল, প্রকাশ্যে ছবি

।। প্রথম কলকাতা ।।

Karagar 2: আগামী মাসের ১৫ তারিখ হইচইতে আসতে চলেছে ‘কারাগার টু’। সৈয়দ আহমেদ শাওকির পরিচালনায় কারাগার সিরিজের প্রথম অধ্যায়ে প্রাচীনকালের কয়েদীদের মতো দেখিয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চঞ্চল চৌধুরীকে। কঙ্কালসার শরীর, ছোট করে কাটা চুল, বসে যাওয়া গাল, পরনে ছিল চটের তৈরি পোশাক। তবে সিরিজ শেষের মুহূর্তে বোঝা গিয়েছিল নতুন রূপে পরবর্তী অধ্যায়ে ধরা দেবেন অভিনেতা।

এরই মধ্যে সামনে এসে গিয়েছে তাঁর নতুন লুকের কয়েকটি ছবি। যেখানে ব্যান্ড দিয়ে বেঁধে রাখা তাঁর বড় চুল নজরে এসেছে, চোখে রয়েছে চশমা, হাবভাবে এক অন্য ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে। প্রথম অধ্যায়ের থেকে একেবারে অন্য চেহারায় ধরা দিয়েছেন অভিনেতা। আর এই ছবি দর্শকদের জন্য কারাগারের দ্বিতীয় অধ্যায় দেখার আগ্রহ আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।

সিরিজের দ্বিতীয় অধ্যায় নিয়ে চঞ্চল বাবু জানিয়েছেন, ‘সারা বিশ্ব থেকে যে ভালোবাসা কারাগার পেয়েছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। গল্প ও শাওকির উপর আমার চরম বিশ্বাস ছিল। কিন্তু তারপরেও যে অসাধারণ সাড়া পেয়েছি যা, আমাদের আশার বাইরে। এখন এর দ্বিতীয় অধ্যায় আসতে চলেছে দর্শকদের জন্য। আনন্দের সীমা নেই’।

সিরিজে চঞ্চল চৌধুরীর সঙ্গে রয়েছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, এ কে আজাদ সেতু সহ অন্যান্যরা। প্রথম অধ্যায়ের গল্প ছিল আকাশনগর সেন্ট্রাল জেল নিয়ে। যেখানে কয়েদী সংখ্যা ৩২৫, কিন্তু একদিন তা গুনতে গিয়ে দেখা গেল একজন কয়দী বেশি। কম হলেও যেমন চিন্তার বিষয়, বেশি হলেও তা চিন্তার বিষয়। কী করে এলো সেই কয়েদী? পুরো গল্পে অভিনেতাকে নির্বাক দেখা গিয়েছে। শেষে এসে তিনি কথা বলেছেন, আর তাতেই তৈরি হয়েছে রহস্য। এবার দেখার, দ্বিতীয় অধ্যায়ে রহস্যের সমাধান হয় কিনা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version