WFI: কুস্তিগীরদের গুরুতর অভিযোগের পরে ২২ জানুয়ারী পদত্যাগ করতে পারেন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং

।। প্রথম কলকাতা ।।

 

বুধবার কুস্তিগীরদের অভিযোগের পরে আগামী ২২শে জানুয়ারী তার পদ থেকে সরে যেতে পারেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং। ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া সহ বেশ কয়েকজন কুস্তিগীর ১৮ই জানুয়ারি নয়াদিল্লির যন্তর মন্তরে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট অভিযোগ করেছিলেন যে ডব্লিউএফআই সভাপতি মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানি করছেন।

 

সূত্রের খবর অনুযায়ী, ডব্লিউএফআই সভাপতি ২২ জানুয়ারীতে জরুরি সাধারণ পরিষদের সভায় সভাপতির পদ থেকে পদত্যাগের প্রস্তাব দিতে পারেন। ভারতীয় রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং সব অভিযোগের জবাব দেওয়ার পরে দুপুর ১২টায় সড়কপথে দিল্লি ছেড়ে গোন্ডার উদ্দেশ্যে রওনা দেন।

 

ডব্লিউএফআই সভাপতি কুস্তিগীরদের আক্রমণ করে বলেন যে তারা জাতীয় পর্যায়ে ট্রায়াল দিতে বা লড়াই করতে প্রস্তুত নয়। তিনি আরও বলেন, এটা তার বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ব্রিজভূষণ শরণ বলেন, “আমি যখন জানতে পেরেছিলাম যে কুস্তিগীররা দিল্লিতে প্রতিবাদ শুরু করেছে, আমি জানি না যে অভিযোগটি কী। আমি টিকিট নিয়ে দিল্লিতে এসেছি।”

 

তিনি আরও বলেন, ভিনেশ যে অভিযোগ করেছেন, এই অভিযোগ নিয়ে কেউ কি এগিয়ে আসছেন? এমন কোন ক্রীড়াবিদ আছেন যিনি এই অভিযোগ নিয়ে এগিয়ে এসেছেন এবং বলেছেন যে ফেড প্রিজ কিছু ধরণের যৌন নিপীড়ন করেছেন?” ডব্লিউএফআই সভাপতি বলেন, “এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র…..একজন বড় শিল্পপতির হাত আছে। যখন ভিনেশ ফোগাট হেরেছে, তখন আমিই তাকে অনুপ্রাণিত করেছি। দীপক পুনিয়া যখন টোকিও অলিম্পিকে হেরেছিলেন, রাশিয়ান কোচ রেফারিকে মারধর করেছিলেন। ভিনেশ ফোগাট অলিম্পিকের পোশাক পরেননি। আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। আমি যে কোনো ধরনের তদন্তের জন্য প্রস্তুত।”

Exit mobile version