আবারও বাংলাদেশের পাশে ভারত। ৪০৮ জন বাংলাদেশীদের বাঁচানোর আকুতিতে সাড়া দিয়ে এগিয়ে আসলো ভারত। অবশেষে প্রানে বাঁচল ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন কেবিন ক্রু।
সংবাদমাধ্যম পিটিআই সুত্রে জানা গেছে বুধবার রাত ৮টা ৫৩ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘বাংলাদেশ বিমান এয়ারলাইন্স’এর একটি বিমান আকাশে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পরে যান্ত্রিক জটিলতা দেখা দেয়।
প্রযুক্তিগত ত্রুটির কারণে ফ্লাইটটির ক্যাপ্টেন ভারতীয় এয়ার কন্ট্রোলের সাথে যোগাযোগ স্থাপন করেন এবং সমস্যার কথা জানান। তৎক্ষণাৎ ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৭ কে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করানো হয়।
নাগপুর বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল। তবে সকল যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন এবং তাদের যথাযথ সেবা প্রদান করা হয়েছে।
পরে আজ যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ বাংলাদেশ থেকে নাগপুরে পাঠানো হয়। বেলা সাড়ে ১২টার পর সেই উড়োজাহাজটি নাগপুরে পৌঁছে যাত্রীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে বলে জানিয়েছে।