Duplicate Kumar Sanu: কন্ঠে অবিকল শানু! চেনেন রামপুরহাটের এই কাজিবরকে?

।। প্রথম কলকাতা ।।

Duplicate Kumar Sanu: ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী তিনি। তাঁর সুরের জাদুতে মুর্ছা যায় সকলে। তাঁর গানের মধ্যে মানুষের প্রত্যেকটি আবেগ প্রকাশ পায়। ভালোবাসা, রাগ, আনন্দ, দুঃখ-সব রকমের আবেগ রয়েছে তাঁর গানে। তাঁর গান শুনে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে, এটা তিনি গেয়েছেন। কিন্তু এটাও কি সম্ভব! বলা হয়, পৃথিবীতে এক রকম দেখতে ৭ জন রয়েছে। এবার সেরকমই কুমার শানুর (Kumar Sanu) এক যমজ ভাইকে খুঁজে পাওয়া গিয়েছে! তাঁকে দেখতেই শুধু কুমার শানুর মতো নয়, তাঁর কন্ঠেও শোনা যায় গায়কেরই গান। কী নাম তাঁর? কোথায় থাকেন তিনি?

কখনও কি সাক্ষাৎ হয়েছে কাজিবর রহমানের (Kajibar Rahaman) সঙ্গে? কখনও শুনেছেন তাঁর গান? সোশ্যাল মিডিয়ায় কখনও নজরে এসেছে তাঁর গানের ভিডিও? শুনলেই বুঝতে পারবেন হুবহু কুমার শানু। দেখতেও একেবারে তাঁরই মতো লাগছে। পেশায় তিনি দলিল লেখক। ছোট থেকেই গান-বাজনার প্রতি তাঁর আগ্রহ ছিল। প্রথমে তাঁর গুরু ছিলেন কিশোর কুমার (Kishore Kumar)। পরবর্তীতে সেখানে জায়গা করে নেন কুমার শানু। পাড়ার মঞ্চে তাঁর মতনই গান গেয়ে তাক লাগান বীরভূমের (Birbhum) রামপুরহাটের কাজি। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল তাঁর গানের ভিডিও। হেয়ার স্টাইল থেকে শুরু করে কথা বলার ধরণ, হাব-ভাব সমস্ত কিছুতেই তিনি শানু।

এই বীরভূম থেকেই কিছুদিন আগে সাড়া ফেলেছিলেন ‘বাদাম কাকু’ (Badam Kaku)। চারিদিকে ছড়িয়ে পড়েছিল তাঁর ‘কাঁচা বাদাম’-এর ভিডিও। শুধু রাজ্যেই থেমে থাকে নি তাঁর প্রতিভা। দেশের বাইরেও তুমুলভাবে ভাইরাল হয়েছে গানটি। এমনকি রাজ্য পুলিশের কাছ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে বাদাম কাকুকে। এখন তিনি সেলিব্রিটি। এবার সেখান থেকেই উঠে এল আরেক শিল্পীর নাম। ‘নিউজ 18 বাংলা’কে জানিয়েছেন, ‘কিশোর কুমারের গান গেয়েই পথ চলা শুরু‌। কিন্তু তার পর সবাই বলতে শুরু করেন, কুমার শানুর সঙ্গে তোর চেহারাতে এবং কন্ঠে অনেক মিল আছে। ওঁনার গানগুলিও শুনতে বেশ ভালো লাগে। যার জন্য শানুজির গান এখন বেশি গাওয়া হয়’। সংবাদমাধ্যমকে প্রতিবেশী জানিয়েছেন, ‘এতদিন ধরে ওঁ কুমার শানুর গান গাইছিল। খুবই ভালো লেগেছে। কিন্তু এবার চাই ওঁ নিজে কিছু গাক’। কাজির স্বপ্ন কুমার শানুর সঙ্গে একবার দেখা করা। তাঁর ভিডিও নেট মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হচ্ছে। সেইসঙ্গে তাতে লাইক আর কমেন্টের বন্যা বয়ে চলেছে। যদি না দেখে থাকেন কাজির ভিডিও, তাহলে অবশ্যই দেখুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version