প্রসেনজিৎ ভুলে গেলেন অনামিকাকে! পরিচালকরা কেউ চিনতে পারে না, বেফাঁস প্রবীণ অভিনেত্রী

।। প্রথম কলকাতা ।।

এককালের সেরা খলনায়িকা অনামিকা সাহা। তখনকার একেবারে মারমার কাটকাট ছবিতে নিজের একেকটা সংলাপ দিয়ে জমিয়ে রাখতেন। সেই অনামিকা সাহাকে এখন সিনেমায় কেন দেখা যায় না? আর্টিস্ট ফোরামের জন্মদিনে প্রসেনজিত কি চিনতেই পারলেন না পর্দার মাকে? এখনকার পরিচালকরা চিনতেই পারে না। জানেই না প্রথম কলকাতার কাছে বিস্ফোরক অনামিকা সাহা।

একটা সময়ে অফারের পর অফার। এখন হাতে কাজ নেই অনামিকা সাহার। বেশ কয়েকবছর বড়পর্দায় কোনও অফার পাননি। এক্কা দোক্কা সিরিয়ালে আপাতত ঠাকুমার চরিত্রে অভিনয় করছেন। কিন্তু নতুন পরিচালকরা কেন কেউ ডাকেনা? একটা সময়ে প্রসেনজিতের মায়ের চরিত্রে বারবার দেখা গিয়েছে তাঁকে। আর্টিস্ট ফোরামের জন্মদিনে প্রসেনজিত দেখে এগিয়ে গিয়েছিলেন কানে কানে বলেছিলেন আমি প্রসেনজিতের মা হয়ে থাকতে চাই। বুম্বা দা নাকি তখন উত্তরে বলেছিলেন আমি ছবি করছি না। অর্থাৎ প্রসেনজিৎ ভেবেছিলেন অনামিকা সাহা তাঁর কাছে কাজ চাইতে এসেছে। কিন্ত অনামিকা উত্তের বলেন না আমি কাজ চাইছি না। আমাকে সাধারণ মানুষ যেভাবে চেনে সেভাবেই থাকতে চাই।

বর্তমানে টলিউডে ভিন্নধারার ছবি বা়ড়ছে। কখনও বা ২-৩ টে চরিত্র দিটয়েই তৈরি হচ্ছে গোটা সিনেমা। সেখানে ঠাকুমা , দিদিমার চরিত্র নেই। তাই কাজও পাচ্ছেন না অনামিকা সাহার মতো প্রবীণ অভিনেত্রীরা। প্রথম কলকাতার কাছে নিজের কোন ক্ষোভ উগরে দিলেন? এখনকার ডিরেক্টররা আমাদের দেখতে পায় না তারা বোধ হয় চেনেও না। তারা আমাদের নেবেও না প্রথম কলকাতাকে কেন বললেন অনামিকা সাহা?

বাংলা ছবিতে মহিলা খলনায়িকাদেরও যে দাপট থাকতে পারে তা প্রথম দেখিয়েছিলেন অভিনেত্রী অনামিকা সাহা। তিনি কোনো ছবিতে থাকলে নায়ক নায়িকার থেকেও বেশি লাইমলাইট পেতেন। বিশেষ করে তাঁর বিন্দু মাসি চরিত্রটি ভুলে গিয়েছেন এমন মানুষ খুঁজে পাওয়া যথেষ্ট কঠিন। সেই অনামিকা সাহা কেবলমাত্র সিরিয়াল করেই এখনও পর্দায় টিকে রয়েছেন। সত্যিই কী টলিউড ভুলে গেল তাঁকে? উঠছে প্রশ্ন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version