FIFA World Cup 2022 : বিশ্বকাপের অভিযানেই দাপট! কোস্টারিকাকে ৭ গোল দিল স্পেন

।। প্রথম কলকাতা ।।

প্রথম ম্যাচেই ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের দাপট। কোস্টারিকাকে সাত গোলের মালা পরাল মোরাতা-সোলেররা। বিশ্বকাপের অভিযানটা স্মরণীয় করে রাখার মতোই করল স্পেন। স্প্যানিশদের হয়ে জোড়া গোল করেন ফেরান তোরেস। একটি করে দানি ওলমো, মার্কো আসেনসিও, গাভি, কার্লোস সলের ও মোরাতা। বিশ্বকাপের মঞ্চে এটাই স্পেনের সবচেয়ে বড় জয়। সেই সঙ্গে চলতি বিশ্বকাপেও। এর আগে ১৯৯৮ সালে বুলগেরিয়ার বিপক্ষে ৬-১ ব্যবধানে জিতেছিল স্পেন। সেই রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বকাপে ৭ গোল দিল স্পেন।

২০১০ সালে স্পেনের সেই তিকিতাকা ফুটবল ফুটবল প্রেমীদের মনে আজও বিদ্যমান। সেই তিকিতাকা ছন্দেই বাজিমাত করেছিল স্প্যানিশ আর্মাডা। ইকের কাসিয়াস, সের্জিও রামোস, ইনিয়েস্তা, জাভিদের সেই সোনালী অতীত এখন আর নেই। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে সেইভাবে দাগ কাটতে পারেনি স্পেন। তবে চলতি বিশ্বকাপে ফিরল সেই সোনালী অতীত। আবারও গাভী- মোরাতা-সোলেরদের হাত স্বপ্ন দেখতে শুরু করেছে স্প্যানিশরা। যার শুরুটাও করল দুর্দান্ত।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে কোস্টারিকার উপর ঝাঁপিয়ে পড়ে স্পেন। প্রথমার্ধেই তুলে নেয় তিনগোল। বাকি চারটি গোল আসে দ্বিতীয়ার্ধে। বল দখলেও একচ্ছত্র আধিপত্য বিস্তার করে কেইলর নাভাসদের নিয়ে কার্যত ছিনিমিনি খেললো স্প্যানিশ ব্রিগেড। ইউরো কাপে স্পেন চ্যাম্পিয়ন হতে না পারলেও বুঝিয়ে দিয়েছে সঠিক পথে এগোচ্ছে দল। লুইস এনরিকের দলের এই অনবদ্য পারফরম্যান্স বুঝিয়ে দিল তারা অনেকদূর যেতে চলেছে।

Exit mobile version