।। প্রথম কলকাতা ।।
বর্তমান ফুটবল বিশ্বের দুই মহাতারকার শেষ বিশ্বকাপ। একজন লিওনেল মেসি ও অন্যজন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুইজনের একজনের হাতে বিশ্বকাপ দেখতে চায় বিশ্ব ফুটবল। মেসির বিশ্বকাপ অভিযান একেবারেই সুখকর হয়নি। আজ ঘানার বিরুদ্ধে অভিযান শুরু করবে রোনাল্ডোর পর্তুগাল। তবে গত কয়েক দিন ধরেই বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব ফুটবলে দলের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন তিনি। বিশ্বকাপের আগে একটি সাক্ষাৎকারে দলের কোচ ও ক্লাব কর্মকর্তাদের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। যার ফলে প্রিয় ক্লাব ছাড়তে হয়েছে তাঁকে। সব বিতর্ককে পিছনে ঠেলে বিশ্বকাপেই ফোকাস করতে চলেছেন সি আর সেভেন।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সময়ে বিশ্বকাপের মঞ্চে এখনও অবধি পর্তুগালের সেরা পারফরম্যান্স ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। সেবার সেমিফাইনালে উঠেছিল পর্তুগাল। গত বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। পর্তুগাল মানেই রোনাল্ডো। এটা সকেলরই। তাঁকে ঘিরেই স্বপ্ন দেখে পর্তুগিজ সমর্থকরা। দেশকে দিয়েছেন ইউরো কাপ ও উয়েফা নেশন্স লিগের খেতাব। বাকি শুধু বিশ্বকাপ জয়। তাহলেই নিজের বর্ণময় কেরিয়ারকে আরও রাঙিয়ে নিতে পারবেন তিনি। যদিও কাতার বিশ্বকাপই তাঁর কাছে শেষ সুযোগ। প্রথমবার সোনালী ট্রফির স্পর্শ পেতে যান রোনাল্ডো। সেই লক্ষ্যেই কাতারে পা রেখেছে রোনাল্ডো।
পর্তুগাল দলে রয়েছে তারুণ্যে ভরপুর। দলে রয়েছেন ব্রুনো ফার্নান্দেজ, রুবেন দিয়াস, বেনার্দো সিলভা, জোয়াও ফেলিক্স ও অভিজ্ঞ পেপের মতো তারকারা। এছাড়াও রয়েছে অনেক উঠতি প্রতিভা। রোনাল্ডোকে সামনে রেখে আক্রমণাত্মক ফুটবলই খেলতে চাইছে ফার্নান্দো সান্তোসের দল। তবে কামড় দিতে প্রস্তুত ঘানাও। অঘটনের বিশ্বকাপে আরও একটি অঘটন ঘটাতে ছক কষছে ২০০৬ সালে ঘানার হয়ে বিশ্বকাপ খেলা ওট্টো আড্ডো। বিশ্বকাপের আগে আট ম্যাচে সাতটি ম্যাচে জয় পেয়েছে ঘানা। তাই স্বাভাবিকভাবেই রোনাল্ডোদের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত আফ্রিকান দলটি।