Bengali Serial TRP: বেহাল দশা ‘মিঠাই’-এর? টিআরপি চার্টের শীর্ষে কোন ধারাবাহিক?

।। প্রথম কলকাতা ।।

Bengali Serial TRP: এসে গিয়েছে সেই দিন, যার অপেক্ষায় বসে থাকে ধারাবাহিকের কলাকুশলীরা। আজ, বৃহস্পতিবার জানা যাবে দর্শকদের জনপ্রিয়তার নিরিখে কোন ধারাবাহিক রয়েছে শীর্ষে আর কে বাদ চলে গিয়েছে টপ টেনের তালিকা থেকে। শেষ কয়েক সপ্তাহের টিআরপি চার্ট (TRP Chart) বলছে, টেলিভিশনের দুই ধারাবাহিকের মধ্যে জারি রয়েছে এক নম্বরে থাকার লড়াই। একটি হলো ‘জি বাংলা’র জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) অন্যটি ‘স্টার জলসা’র ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। দুই ধারাবাহিকের মধ্যে লড়াইটা বেশ ভালই জমে উঠেছে। ‘জগদ্ধাত্রী’ শুরু হওয়ার পর থেকেই বেশ কয়েক সপ্তাহ প্রথম স্থান দখল করে রেখেছিল। কিন্তু সূর্য আর দীপার যুগলবন্দীর কাছে হার মানতে হয়েছে জ্যাজের বুদ্ধিকে। চলতি সপ্তাহেও নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে ‘অনুরাগের ছোঁয়া’। আরও বেশ কিছু পয়েন্ট বেশি নিয়ে টপার ‘স্টার জলসা’র এই ধারাবাহিক।

প্রথম তিনে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’ ও ‘গৌরী এলো’ (Gouri Elo)। তিনটি ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর গত সপ্তাহের থেকে বেশ খানিকটা বেড়েছে। অন্যদিকে চতুর্থ স্থানে যুগ্ম ভাবে রয়েছে ‘নিম ফুলের মধু’ ও ‘খেলনা বাড়ি’। তাহলে পঞ্চম স্থানে রয়েছে কোন ধারাবাহিক? একইভাবে পঞ্চমে রয়েছে ‘বাংলা মিডিয়াম, প্রাপ্ত নম্বর ৭.২। তবে একসময় যেসব ধারাবাহিক প্রথম স্থানাধিকারী ছিল, আজ তারা বাদ পড়ে গিয়েছে টপ টেনের তালিকা থেকে। নতুনদের ঠেলায় জায়গা হারাচ্ছে পুরনোরা। ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে মিঠাইকে ফিরিয়ে এনেও কোন লাভ হয়নি, উল্টে সেরা দশের তালিকা থেকে বাদ পড়েছে ধারাবাহিক। এমনকি ‘গাঁটছড়া’র (Gaatchora) হালও খুব খারাপ। একেবারে তলানিতে এসে ঠেকেছে।

এক নজরে সেরা ১০-

১. অনুরাগের ছোঁয়া (৯.৬)

২. জগদ্ধাত্রী (৮.৭)

৩. গৌরী এলো (৮.২)

৪. নিম ফুলের মধু, খেলনা বাড়ি (৭.৮)

৫. বাংলা মিডিয়াম (৭.২)

৬. পঞ্চমী (৬.৯)

৭. রাঙা বউ (৬.৮)

৮. এক্কা দোক্কা (৬.৭)

৯. গাঁটছড়া (৬.৫)

১০. মেয়েবেলা (৬.৩)

এবারের টিআরপি চার্টে দশম স্থানে জায়গা করেছে ‘মেয়েবেলা’। প্রায় অনেকদিন পর টিভির পর্দায় রূপা গাঙ্গুলীকে দেখে উচ্ছ্বসিত দর্শকরা। এদিকে সপ্তমে জায়গা করেছে পাখি আর কুশ বাবুর ধারাবাহিক ‘রাঙা বউ’। তাঁদের কেমেস্ট্রি দর্শকদের মন জিতে নিয়েছে। কিন্তু ‘মিঠিই’-এর ভক্তদের জন্য খারাপ খবর। ভালো স্কোর করতে পারেনি ধারাবাহিক। এদিকে আরও বেশ কয়েকটি নতুন মেগা আসতে চলেছে দর্শকদের মনোরঞ্জনের ডোজ বাড়াতে। প্রতিটি গল্পে রয়েছে নতুন নতুন ট্যুইস্ট। দেখার তাদের আগমনে পুরনোদের কী গতি হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version