FIFA World Cup 2022: সৌদি আরবকে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল পোল্যান্ড

একদিকে আর্জেন্টিনাকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে সৌদি আরব। এই ম্যাচ জিতলেই প্রথম দল হিসেবে নকআউটের টিকিট আদায় করে নিত এশিয়ান দলটি। অন্যদিকে ডেনমার্কের বিরুদ্ধে ড্র করে শেষ ষোলোয় পৌঁছাতে এই ম্যাচে জয় ছাড়া অন্য উপায় ছিল না পোল্যান্ডের। এক রকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবকে ২-০ গোলে হারাল পোল্যান্ড।

 

প্রথমার্ধে সেইভাবে সুযোগই গড়ে তুলতে পারেনি দুই দলই। তবে দুটি সুযোগ পায় পোল্যান্ড। সেই সুযোগের একটিতে পিওতর জেলিনস্কি গোল করে এগিয়ে দেয় পোল্যান্ডকে। তবে সমতায় ফেরার জন্য সুবর্ণ সুযোগ ছিল সৌদি আরবের সামনে। পোল্যান্ডের বেইলিকের পায়ে লেগে পড়ে যান সৌদি আরবের আল-শেহরি। ভি-আরের সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে সেলিম আল-দাওসারির জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন পোলিশ গোলরক্ষক অজিচেক স্যাজেসনি। ফিরতি বলে শট নেন মোহাম্মেদ আল-বুরাইক কিন্তু বল বেরিয়ে যায় বাইরে দিয়ে।

 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সৌদি আরব। বল দখলে নিজেদের আধিপত্য বিস্তার করে একের পর আক্রমণ তুলে এনে পোল্যান্ড রক্ষণে হানা দেয় এশিয়ান দেশটি। তবে গোলের দরজা খুলতে পারেনি। উল্টে ৮২ মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ান রবার্ট লেওয়ানডোস্কি। এরপর আর চেষ্টা করেও গোলের দরজা খুলতে পারেনি এশিয়ান দলটি। এই ম্যাচ জিতে শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রাখল পোল্যান্ড।

Exit mobile version