।। প্রথম কলকাতা ।।
Pathaan: ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখের ‘পাঠান’। কেউ চিৎকার করে বলছেন, ‘হিন্দুস্তান কি শান, শাহরুখ খান’, কেউ বলছেন ‘কিং খানের জয়’। মূলত চার বছরের দীর্ঘ অপেক্ষার পর নতুন করে নতুন রূপে দর্শকদের সামনে ধরা দিয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ‘পাঠান’-এর বক্স অফিস রিপোর্ট বলছে, নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কিং খান। গতকাল প্রায় ৮ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবি। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুধুমাত্র দেশের বক্স অফিসে ৫৩ কোটি টাকা কামাই হয়েছে ‘পাঠান’-এর। তাহলে বিদেশে কত কামাই করেছে ছবি? তার হিসেব করলে, না জানি অঙ্কটা কতদূর গিয়ে ঠেকবে। প্রথম থেকে এই ছবিকে নিয়ে হাজারো বিতর্ক ছিল। ছবির প্রথম গান “বেশরম রং” (Besharam Rang) মুক্তি পাওয়ার পর থেকে শোরগোল পড়ে যায় নেট মাধ্যমে। কিন্তু শাহরুখের অনুরাগীরা কোনও বিতর্কের তোয়াক্কা করেননি। আর তাই আমির খানের ‘ঠগস অফ হিন্দুস্তান’-এর রেকর্ড ভেঙে দিয়েছে বাদশার ছবি।
অন্যদিকে ‘পাঠান’-এর (Pathaan) কারণে বলিউডের হাত ধরে এসেছে লক্ষ্মী। শুধু দেশের বক্স অফিসেই নয়, বিদেশের বক্স অফিসে ধুম মাচাচ্ছেন শাহরুখ। প্রতিবেদন অনুযায়ী, ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা জানিয়েছেন, বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির বেশি গ্রস কালেকশন করেছে ছবি। সিঙ্গাপুরে পুরনো সমস্ত বলিউড ছবির রেকর্ড ভেঙে দিয়েছেন শাহরুখ খান। প্রথম দিন মার্কিন যুক্তরাষ্ট্রে কামিয়েছেন ওয়ান মিলিয়ন ডলার। ফিল্ম এক্সিবিটর অক্ষয় রাঠি জানিয়েছেন, প্রথম দিনে দেশে কিং খানের ‘পাঠান’ ৫৩ কোটির ব্যবসা করেছে। আর ছবির প্রথম শো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরের দিনের অ্যাডভান্স বুকিংয়ের মাত্রা দেশজুড়ে বেড়েছে। বলতে গেলে, চার বছর পর জোরদার কামব্যাক করেছেন
শাহরুখ।
আর তাঁর এই কামব্যাক হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বেশ ভালো ফল এনেছে। ছবির স্ক্রিনিং শুরুর পর টিকিটের চাহিদা দেখা যায়। আরও ৩০০টি অতিরিক্ত শো যোগ করা হয় প্রথম দিনে। মধ্যরাতেও চলছে থিয়েটারে ‘পাঠান’। একের পর এক ফ্লপের পর লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছিলেন বলিউডের বাদশা। ২০২১-এর নভেম্বরে ‘পাঠান’-এর শ্যুটিং শুরু করেন তিনি। শাহরুখের মধ্যে এরকমই একটা পরিবর্তন চেয়েছিলেন তাঁর ভক্তরা। সমালোচকরা আগেই জানিয়েছিলেন, তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছবি এটি। এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ শুরু থেকেই চড়া ছিল ভক্তদের মধ্যে। আর ছবি রিলিজের পর দর্শকদের রিঅ্যাকশন বলছে, সমস্ত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছেন কিং খান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম