IPL 2023: ইডেন গার্ডেন্সে ঘরের দর্শকদের সামনে খেলাটা ‘বিশেষ’, ১০০তম ম্যাচে নামার আগে বললেন রাসেল

।। প্রথম কলকাতা ।।

IPL 2023: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ক্রিকেটের নন্দনকাননে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্লকবাস্টার ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। বৃহস্পতিবার, আইকনিক ভেন্যুতে ৩ বছরেরও বেশি সময় পরে তাদের প্রথম হোম ম্যাচ খেলবে নাইটরা। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দর্শকদের সামনে হোম গেম খেলতে মুখিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। আজ ব্যাঙ্গালোর ম্যাচে ক্যারিয়ারের ১০০তম ম্যাচ খেলতে চলেছেন আন্দ্রে রাসেল। নজির স্থাপনের ম্যাচে নাইট সমর্থকরা রাসেল ঝড় দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

ইডেন গার্ডেন্স আইপিএল ২০২২-এ প্লে-অফ ম্যাচগুলি আয়োজন করেছিল কিন্তু ২০১৯ মরসুম থেকে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ আয়োজন করেনি। নাইটদের ফিরে আসার জন্য আইকনিক ভেন্যু সাজানো হয়েছে। কলকাতায় মরসুমের প্রথম ম্যাচের জন্য একটি বিশেষ ড্রোন শো করার পরিকল্পনা করা হয়েছে। উপস্থিত থাকতে পারেন শাহরুখ খানও। মোহালিতে পাঞ্জাব কিংসের কাছে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে পরাজিত হওয়ার পর এই ম্যাচে জিততে মরিয়া নাইট শিবির।

ইডেন গার্ডেন্সে কেকেআর দলের অন্যতম সদস্য আন্দ্রে রাসেল বলেছেন, যখন তিনি কেকেআর জার্সি পরেন তখন অনুপ্রেরণার অভাব হয় না তবে হাজার হাজার ভক্তদের সামনে খেলার অনুভূতিটি “বিশেষ”। ব্লকবাস্টার ম্যাচের আগে রাসেল বলেন, “আইপিএলের ইউএসপি হল ঘরের মাঠে তার বিশাল ভিড় এবং গত কয়েক বছর ধরে কেকেআর এটিকে মিস করছে।”

ক্যারিবিয়ান তারকা বলেন, “আইপিএল হল আপনার হোম টিম, হোম গ্রাউন্ড, হোম ফ্যানদের সামনে খেলা। কয়েক বছর হলো আমারা এই পরিবেশ পাইনি। আমি খুশি এবং যেতে প্রস্তুত। আশা করি, আমরা বল রোলিং করতে পারব এবং ভালো শুরু করতে পারব।”

তিনি আরও বলেন, “যখনই আমি কেকেআরের প্রতিনিধিত্ব করি তখনই আমি সর্বদা আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনি যখন হোমে থাকেন তখন এটি বিশেষ কিছু। আপনি একটি বাউন্ডারি পান, আপনি একটি উইকেট পান, গ্যালারি থেকে আপনি যে হোম সাপোর্ট পান তা সত্যিই আমাদের সকলকে অনুপ্রাণিত করে। এখানে খেলাটা গত কয়েক বছর ধরে আমাকে অনুপ্রাণিত করেছে। আমাদের সমর্থন করতে আসা ভক্তদের ফিরিয়ে দেওয়ার জন্য আমি অপেক্ষা করছি।”

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version