।। প্রথম কলকাতা ।।
Peya Bipasha: ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তিনি। ইদানিংকালে তাঁর নাম সকলের কাছে একটু বেশিই পরিচিত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-র আয়োজন শুরু হয়েছে ১০ ডিসেম্বর থেকে। এই প্রতিযোগিতায় পৃথিবীর ৬০টি দেশের ৬০ জন বিবাহিত নারী অংশগ্রহণ করেছেন। আর বাংলাদেশ থেকে এখানে অংশ নিয়েছেন মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। ২০১৯-এ এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে গিয়েছিলেন মুনজারিন মাহবুব।
এই মুহূর্তে চূড়ান্ত পর্বের আগে প্রতিযোগীদের সাক্ষাৎকার, ফটোসেশন সহ নানা কাজ জারি রয়েছে। চূড়ান্ত পর্বের অনুষ্ঠান হবে আগামী ১৭ ডিসেম্বর। এই নিয়ে দ্বিতীয় বার কোনও বাঙালি নারী অংশ হয়েছেন এই প্রতিযোগিতার। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, রোমানিয়া, ফিলিপাইন, জাপান, ভারত, ইউক্রেন, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া প্রভৃতি দেশের বিবাহিত নারীরা উপস্থিত রয়েছেন। ৯ ডিসেম্বর রাতে লাস ভেগাসে পৌঁছেছেন পিয়া বিপাশা। সেখান থেকে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ১০ ডিসেম্বর থেকে ভ্যেনুর হোটেলে প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন গ্রুপ নিয়ে বিভিন্ন ধরনের গ্রুমিং সেশন চলছে। তিনিও গ্রুমিং সেশনে অংশ নিচ্ছেন। দেখা হচ্ছে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে। কথা হচ্ছে, দেশ-সংস্কৃতি সহ নানা বিষয় নিয়ে।
‘প্রথম আলো’র পক্ষ থেকে অভিনেত্রীকে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’ নির্বাচিত হওয়ার প্রত্যাশা কী? জানতে চাওয়া হলে জানিয়েছেন, ‘এই প্রতিযোগিতায় চাইলেই অংশ নেওয়া যায় না। বর্তমান পেশা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার অনুসারী, বিনোদন জগতে কাজ সমস্ত কিছু মিলিয়ে প্রতিযোগিতার দিক থেকে আমার ভালো অবস্থান রয়েছে। এখানে যারা অংশ নিয়েছেন তাঁদের প্রোফাইল ঘেটে দেখেছি। তাঁদের চাইতে আমার অবস্থান কম পোক্ত নয়। তবে প্রতিযোগিতায় ভোটিংয়ের ব্যাপার রয়েছে। সব মিলিয়ে কী হয় দেখি। তবে আশা ছাড়ছি না’।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বিগত বেশ কয়েকদিন ধরে নিজেকে প্রস্তুত করেছেন অভিনেত্রী। ওজন কমিয়েছেন প্রায় ৮ কেজি। প্রতিযোগিতায় আরও ভালোভাবে অংশ নেওয়ার আশা করছেন তিনি। গত বছর ‘মিসেস ওয়ার্ল্ড ২০২১’ নির্বাচিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের শেলিন ফোর্ড।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম