Man-Crane Friendship: মানুষ আর পাখির অসাধারণ বন্ধুত্ব, একে অপরের প্রিয় ভ্রমণ সঙ্গী! দেখুন ভিডিও

।। প্রথম কলকাতা ।।

Man-Crane Friendship: এক অভূতপূর্ব বন্ধুত্ব, যে বন্ধুত্ব হারিয়ে দেবে মানুষের বন্ধুত্বকে (Friendship)। তাকে শুধুমাত্র এক ব্যক্তি একটু সেবা করে সুস্থ করে তুলেছিল। তারপরেই নিজের জীবন দায়ীকে কখনো ছেড়ে যায় না এই স্পেশাল বন্ধু (Special friend)। জীবনদাতার বাড়িতেই সে থাকে। ভাত, রুটি, ফল, তরকারি যা পায় তাই খায়। সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যার সময় ঠিক ফিরে আসে বাড়িতে। এই স্পেশাল বন্ধু কোন মানুষ নয়, একটি সারস (Crane) পাখি। যে বাড়িতে থাকে সেই বাড়িতে তাকে বেঁধে বা আটকে রাখা হয় না। সে নিজের ইচ্ছাতে উড়ে আসে। আবার নিজের ইচ্ছাতে যায়। এই সারস পাখি মনে করে, আরিফ নামক এক যুবক তার প্রকৃত বন্ধু। সে সারাদিন খাবার খায় আরিফের প্লেট থেকে। আরিফ যেখানে যায় সেখানেই তার পিছন পিছন উড়ে চলে। সোজা কথায় আরিফের প্রিয় ভ্রমণ সঙ্গী এই সারস।

বন্ধুত্ব শুরু হয়েছিল প্রায় এক বছর আগে। ভারতের উত্তর প্রদেশের (Uttar Pradesh) এক ব্যক্তি ফসলের জমিতে গিয়ে দেখেন আহত অবস্থায় একটি সারস পাখি পড়ে রয়েছে। বর্তমানে সেই সারস পাখি তার প্রিয় ভ্রমণসঙ্গী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের একসঙ্গে চলাচলের একটি ভিডিও। একদিন জমিতে গিয়ে আরিফ দেখেন, একটি সারস পাখি অত্যন্ত আহত অবস্থায় পড়ে রয়েছে। তার ডান পা পুরোপুরি ভাঙা। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আরিফ ওই পাখিটিকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে কিছু টোটকা ওষুধ ব্যবহার করে বেঁধে দেন। প্রায় একমাস পর সারস পাখিটি নিজের পায়ে দাঁড়াতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পাখিটি সুস্থ হয়ে গেলেও অন্যত্র উড়ে চলে যায়নি।

আরিফ ভেবেছিলেন হয়ত সুস্থ হবার পর পাখিটি বনে ফিরে যাবে কিন্তু ঘটনা ঘটেছে একেবারে উল্টো। বরং তাদের দুজনের মধ্যে গড়ে উঠেছে এক অসাধারণ বন্ধুত্ব। সারসটি যদি কোনদিন দূরে চলে যায়, সূর্যাস্তের আগে ঠিক নিয়ম করে বাড়িতে চলে আসে। আরিফের প্লেট থেকে ভাত, রুটি, সবজি তুলে খায়। আরিফের সঙ্গে ঘুরতে বেরোয়। সাধারণত এই ধরনের সারস পাখিগুলি প্রায় ১.৮ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আইইউসিএন এর রেড লিস্টে এই পাখিকে বিপন্ন প্রায় প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।আরিফ সারসের বন্ধুত্ব দেখে অবাক গোটা দেশ। এই বন্ধুত্ব একেবারে নিখাদ। যেখানে শুধু আছে ভরসা, ভালবাসা আর বিশ্বাস।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version