।। প্রথম কলকাতা ।।
Paytm Layoffs: মানুষের চাকরি কাড়ছে মেশিন! আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসতেই একাধিক ক্ষেত্রে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। আশঙ্কা আগে থেকেই প্রকাশ করা হয়েছিল , ঠিক যেন সেটাই ধীরে ধীরে হতে চলছে। কর্মহীন হয়ে পড়ছেন অনেকেই। AI কেড়ে নিতে শুরু করেছে মানুষের চাকরি। ইতিমধ্যেই একাধিক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা যেমন ‘গুগল’ থেকে ‘অ্যামাজন’, ‘মাইক্রোসফট’ থেকে ‘টুইটার’ (বর্তমানে এক্স) কর্মীকে ছাঁটাই করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) বহুল ব্যবহারের ভাল দিক যেমন আছে, তেমনই রয়েছে নেতিবাচক কিছু বিষয়। তার মধ্যে অন্যতম হল কর্মীসঙ্কোচন। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের জন্য সংস্থাগুলি যেমন কিছু কর্মী নিয়োগ করবে, তেমনই এর ব্যবহারের ফলে পুরনো অনেক কর্মীর আর প্রয়োজন বোধ করবে না সংস্থাগুলো। আর সেটাই এবার সত্যি হল জনপ্রিয় অনলাইন পেমেন্ট সংস্থা পেটিএমের ক্ষেত্রে। উৎসবের যাবে অর্থাৎ বড়দিনে নিজেদের হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করেছে তারা। পেটিএম সংস্থা সূত্রে খবর, এআইয়ের কাজে তারা মুগ্ধ। শুধু তা-ই নয়, এই সিদ্ধান্তের জন্য এক লপ্তে ১০ থেকে ১৫ শতাংশ কর্মীদের খরচও কমাতে পারবে সংস্থাটি।
প্রসঙ্গত, এই ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছিল গত অক্টোবর থেকেই পেটিএমের মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশন লিমিটেড। সম্প্রতি তারাই ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল। এ ব্যাপারে পেটিএম-এর মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি ইন্ডিয়া টুডে-কে বলেন, ‘‘সংস্থাকে আরও কর্মক্ষম বানাতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই একটি সিদ্ধান্তে আমাদের সংস্থার যেমন উন্নতি হবে, তেমনই খরচও কমবে। তাই সব ভেবেচিন্তেই আমরা নিজেদের কর্মীসংখ্যা সামান্য কমিয়েছি।’’
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম